নয়াদিল্লি: ২৩ অগাস্ট থেকে শুরু হচ্ছে জনপ্রিয় শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-এর ১৩ তম সিজন। অমিতাভ বচ্চনের সঞ্চালনায় আবারও একবার প্রশ্নোত্তরের খেলায় মাতবেন আট থেকে আশি।
'কৌন বনেগা ক্রোড়পতি'-এর নতুন সিজনের শুরুতেই থাকছে চমক। ঘনিষ্ঠ মহলের খবর অনুযায়ী, শোয়ের 'শানদার শুক্রবার' এপিসোডে দেখা মিলতে পারে দুই কিংবদন্তি ক্রিকেটারের। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও ক্রিকেটের লেজেন্ড বীরেন্দ্র সহবাগ বসতে পারেন 'হটসিট'-এ।
এর আগে 'কৌন বনেগা ক্রোড়পতি'-এর এই বিশেষ পর্বগুলির নাম ছিল 'কর্ম বীর', যা পরে বদলে হতে চলেছে 'শানদার শুক্রবার'। এই বিশেষ পর্বগুলিতে সামাজিক বার্তা দিতে সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষেরা আসবেন অতিথি হয়ে। ২৩ অগাস্ট মুক্তির পর প্রথম শুক্রবার ২৭ অগাস্টেই 'হটসিট'-এ বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র সহবাগ, খবর এমনটাই।
এই নতুন পর্বের সংযোজন ছাড়াও আরও বেশ কিছু বদল ঘটতে চলেছে এবারের 'কৌন বনেগা ক্রোড়পতি'-তে। দর্শকেরা নতুন রূপে, নতুন মোড়কে দেখতে পাবেন তাঁর পছন্দের শো-কে। নতুন সেটে ব্যবহার করা হচ্ছে ফ্লোর LED, ভার্চুয়াল সিলিং এবং গেমপ্লে গ্রাফিক্স।
এছাড়াও শোয়ের নতুন সিজনে ফেরত আসছে অন্যতম লাইফলাইন 'অডিয়েন্স পোল'। স্টুডিওয় ফের দর্শক শ্রোতাদের নিয়ে শ্যুটিং হবে, ফলে এই বারের সিজনের প্রস্তুতি জোরকদমে চলছে। এছাড়া বাকি তিনটি লাইফলাইন হল, ১. ৫০:৫০, যেখানে চারটে অপশনের মধ্যে থেকে দুটো ভুল অপশন মুছে দেওয়া হয়, ২. আস্ক দ্য এক্সপার্ট, যেখানে প্রতিযোগী কোনও বিশিষ্ট ব্যক্তির থেকে সাহায্য চাইতে পারেন এবং ৩. ফ্লিপ দ্য কোয়েশ্চেন, এক্ষেত্রে প্রতিযোগীকে গোটা প্রশ্নটা বাতিল করে দেওয়ার সুযোগ দেওয়া হয়, সেই সঙ্গে নিজের পছন্দ মতো বিষয় বেছে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়।
নতুন মরশুমের শুরুর মুখে কী বলছেন বিগ বি? অমিতাভ বচ্চন বলছেন, 'এই শোয়ের সঙ্গে এই নিয়ে ২১ বছর হল যুক্ত রয়েছি এবং এই শো কখনও পুরনো হবে না আমার কাছে। গত মরশুম, বোধ হয় প্রথমবার এমন হয়েছিল যে স্টুডিও দর্শকেরা এই শোয়ের সঙ্গে যুক্ত ছিলেন না এবং লাইফলাইনেও বিপুল বদল ঘটানো হয়। আমি তাঁদের সকলকে এবং তাঁদের উদ্দীপনাকে খুব মিস করেছি। ওই উত্তেজনাটা সংক্রামক!'