কলকাতা: সবুজ ব্লেজারের ওপর ডটেড টাই, চোখে নতুন ফ্রেমের চশমা। ক্য়াপশানে লেখা, 'আরও একটি সিজিনের শুরু'। সোশ্যাল মিডিয়ায় 'দাদাগিরি'-র সেট থেকে নতুন ছবি শেয়ার করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ, জনপ্রিয় শো 'দাদাগিরি'-র সঞ্চালকের ভূমিকায় থাকছেন 'দাদা' ওরফে সৌরভই।
জি বাংলার ক্যুইজ শো 'দাদাগিরি'-ই প্রথম দর্শকদের সামনে এনেছিল সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। চ্যানেলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে 'দাদাগিরি-সিজন ৯'-এর প্রোমো। চোখ ঝলসানো আলোর মঞ্চে দাঁড়িয়ে সৌরভ। লড়াই নয়, বলছেন বন্ধুত্বের গল্প। প্রোমোয় থাকল লকডাউন থেকে শুরু করে করোনা পরিস্থিতি ও কঠিন সময়ের গল্প। সৌরভের কন্ঠে শোনা গেল, 'সময় আমাদের বুঝিয়েছে অনেক কিছু, অসময় চিনিয়েছে বন্ধুত্বের হাত। এবারের দাদাগিরির মঞ্চ তাঁদেরই অপেক্ষায়। দাদাগিরি সিজন ৯, হাত বাড়ালেই বন্ধু হয়।'
কবে থেকে দাদাগিরির নতুন সিজিনের সম্প্রচার শুরু হবে তা অবশ্য এখনও ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। সৌরভের পোস্ট থেকে পাওয়া গেল সেই ইঙ্গিতই।
'দাদাগিরি'-র ৮টি সিজনের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সৌরভই। কেবলমাত্র দাদাগিরি সিজন ৩-তে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। তবে দাদাগিরির মঞ্চে সৌরভের ম্যাজিককেই ভালোবেসেছেন দর্শক। আর তাই পরের সিজিনেই আবার ফিরিয়ে আনতে হয়েছিল সৌরভকেই। এর আগেও জল্পনা শোনা গিয়েছিল, সিজন ৯-এ থাকছেন না সৌরভ। তবে জল্পনার অবসান ঘটিয়ে সৌরভের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের প্রথমেই জ্বলজ্বল করছে দাদাগিরির সেট থেকে তোলা তাঁর ছবি।
প্রথম সিজিন থেকে শুরু করে এখনও পর্যন্ত অব্যহত 'দাদাগিরি'-র জনপ্রিয়তা। কিন্তু 'দাদাগিরি'-র প্রথমদিনের শ্যুটিং করে এসে সৌরভ নাকি তাঁর মাকে বলেছিলেন, তিনি প্রযোজনা সংস্থাকে বলে দেবেন, তিনি এই অনুষ্ঠানে আর সঞ্চালনা করবেন না। প্রথমদিন ক্যামেরার সমানে এতটাই অস্বস্তিবোধ করেছিলেন তিনি। কিন্তু তারপর সৌরভের সাবলীল সঞ্চালনাই হয়ে উঠেছে 'দাদাগিরি'-র অন্যতম ইউএসপি। আগামী সিজনও দর্শকদের মনজয় করবে দাদাগিরি, আশা প্রযোজক সংস্থার।