কলকাতা: ২১ জুন। বিশ্বজুড়ে পালিত হয় 'সঙ্গীত দিবস' (World Music Day)। অন্যান্য বছরের মতো এই বছরও এই বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন শহরের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুটি সৌরেন্দ্র-সৌম্যজিৎ (Sourendro-Soumyojit)। অনুষ্ঠানে হাজির থাকবেন তাবড় সঙ্গীতশিল্পীরা।


'বিশ্ব সঙ্গীত দিবস'-এ বিশেষ অনুষ্ঠান


সৌরেন্দ্র-সৌম্যজিৎ বড় হয়েছেন এই শহরেই। কিন্তু কলকাতায় বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন করা হতে তাঁরা দেখেননি কখনও। তাতে বেশ দুঃখই পেতেন এই জুটি ছোট বয়সে। 


তাই এই বিশেষ দিন উদযাপনের উদ্যোগ তাঁরাই নিয়ে ফেললেন। কলেজ শেষ করে ২০১০ সাল থেকে 'ওয়ার্ল্ড মিউজিক ডে কনসার্ট' করেন। এই উৎসবের মূল উদ্দেশ্যই হল সব ধরনের শিল্পের মেলবন্ধন ঘটানো। এই অনুষ্ঠানের মূল ভাবনা ছিল শিল্পী, চিত্রশিল্পী, বুদ্ধিজীবী, কবি ও সাহিত্যিকদের সঙ্গীতের স্বার্থে একত্রিত করা।


প্রত্যেক বছর তাঁদের অনুষ্ঠানে নানা ধরনের থিম থাকে, আলাদা ভাবনা থাকে। তাঁদের অনুষ্ঠানে এ যাবৎ এসেছেন একাধিক বড় বড় শিল্পী। এই বছরেও তার অন্যথা হবে না।


অংশগ্রহণকারী শিল্পীদের অনন্য লাইন আপের কারণে এই বছরের 'বিশ্ব সঙ্গীত দিবস' উদযাপনটি আরও নজরকাড়া। এই বছরের অনুষ্ঠানে হাজির থাকবেন উস্তাদ আমজাদ আলি খান (Ustad Amjad Ali Khan), উস্তাদ রশিদ খান (Ustad Rashid Khan), হরিহরন সাহেব (Hariharan Sahab), ঊষা ঊত্থুপ (Usha Uthup), শুভা মুদগল (Shubha Mudgal), পাপন (Papon), শুভমিতা (Shubhomita) এবং সেই সঙ্গে অবশ্যই সৌরেন্দ্র ও সৌম্যজিৎ তো থাকবেন বটেই। আগামী মঙ্গলবার ২১ জুন, সায়েন্স সিটি অডিটোরিয়ামে ৯০ মিনিটের একটি অনুষ্ঠান হবে, নাম 'ওয়ার্ল্ড মিউজিক ডে কনসার্ট ২০২২ কলকাতা'। প্রত্যেক শিল্পী একটি করে গান গাইবেন।




এই বছরের অনুষ্ঠানে বিশেষ শ্রদ্ধা জানানো হবে প্রয়াত লতা মঙ্গেশকরকে। 


আরও পড়ুন: Neetu kapoor: আলিয়াকে বিয়ের পর বদলে গিয়েছেন রণবীর, কেন এমন বললেন মা নীতু কপূর?