চেন্নাই: চেন্নাইয়ের এক ব্যবসায়ীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এক দক্ষিণ ভারতীয় অভিনেত্রীর। আগামী একটি অনুষ্ঠানের মহড়ার সময় ওই অভিনেত্রী নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ। এক সুপরিচিত কোরিওগ্রাফারের নাচের স্টুডিওতে এই ঘটনা ঘটে। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ওই ব্যবসায়ী অভিনেত্রীকে অভব্য প্রস্তাব দেন বলে অভিযোগ। ঘটনার তদন্ত চলছে। যৌন নিগ্রহ ও মহিলার সম্ভ্রমহানির অভিযোগে একটি মামলা রুজু হয়েছে।
ওই অভিনেত্রী তামিল ও মালায়লম সিনেমায় জনপ্রিয় তামিল তারকা বিজয়ের সঙ্গে গানে নেচেছেন। তিনি পুলিশকে বলেছেন, মহডা় চলাকালে ওই ব্যবসায়ী তাঁকে অভব্য প্রস্তাব দেন।
অভিযুক্ত ওই অভিনেত্রীর পিছু ধাওয়া করেছেন বলেও সন্দেহ।
ঘটনায় তিনি স্তম্ভিত বলে জানিয়েছেন ওই অভিনেত্রী।
অভিনেত্রীকে অভব্য প্রস্তাব, গ্রেফতার ব্যবসায়ী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Feb 2018 10:17 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -