নয়াদিল্লি: অস্কার (Oscars 2023) পেয়েছে 'নাটু নাটু' (Naatu Naatu)। আপাতত সাফল্যের শিখরে ছবির অন্যতম প্রধান অভিনেতা, দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর (Jr NTR)। সম্প্রতি বিশ্বক সেনের আগামী ছবি 'কা ধমকি'র (Ka Dhamki) প্রি-রিলিজ ইভেন্টে দেখা গেল তাঁকে। মিডিয়ার সঙ্গে কথা বলেন তিনি, একাধিক প্রশ্নের উত্তর দেন। তার মধ্যে একটি উত্তর শুনে তো হতবাক অনুরাগীরা। অনেকেই তাঁকে যখন তাঁর আগামী কাজ নিয়ে প্রশ্ন করছেন, তখন তাঁর উত্তর চমকে দিল সকলকে। 


জুনিয়র এনটিআরের উত্তরে হতবাক সকলে


এনটিআরকে যখন তাঁর আগামী কাজ নিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন অনুরাগীরা, তখন হঠাৎই সিনেমা ছেড়ে দেওয়ার কথা বলেন অভিনেতা। বারবার একই প্রশ্ন শুনে জুনিয়র এনটিআরের উত্তর, 'আমি কোনও সিনেমা করছি না। যদি বারবার একই প্রশ্ন করতে থাকেন তাহলে আমি সিনেমা করাই ছেড়ে দেব।' তবে সঙ্গে সঙ্গেই সিরিয়াস হয়ে তিনি জানান যে এমন কিছুই তিনি করবেন না। খুব শীঘ্রই বড়পর্দায় ফিরবেন অভিনেতা, জানালেন অনুরাগীদের। 


সাম্প্রতিককালের খবর অনুযায়ী, জুনিয়র এনটিআরের আগামী ছবি জাহ্নবী কপূরের সঙ্গে। ছবির নাম 'এনটিআর ৩০', পরিচালক কোরাতালা শিবা। এই ছবির হাত ধরেই তেলুগু ডেবিউ হতে চলেছে জাহ্নবীর। এই প্রথম জুটি বাঁধবেন জাহ্নবী ও এনটিআর। 


 






প্রসঙ্গত, অস্কার জয়ের ঘোর কাটিয়ে কাজেও ফিরছেন জুনিয়র এনটিআর। মার্চ মাসের শেষ থেকেই নতুন ছবির কাজে হাত দিচ্ছেন দক্ষিণী তারকা। তাঁর নতুন ছবি 'এনটিআর ৩০'-র মহরত মার্চ মাসের ২৩ তারিখ। হায়দরাবাদে হবে এই মহরত এবং এরপরেই শুরু হয়ে যাবে শ্যুটিং।


আরও পড়ুন: 'Dostojee' at New York: 'টাইমস স্কোয়্যার'-এ উজ্জ্বল 'দোস্তজী'র ট্রেলার, উচ্ছ্বাস প্রকাশ পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের


প্রসঙ্গত, মুক্তির পর থেকে একের পর এক আন্তর্জাতিক খ্যাতি ভারতে এনে দিচ্ছে রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত 'আর আর আর' ছবির গান 'নাটু নাটু'। এই গানের হাত ধরেই ভারতে প্রথম 'গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড' আসে। এরপর এই গান অস্কারও পায়। দুই পুরস্কারই 'বেস্ট অরিজিন্যাল সং' বিভাগে। তবে এই দুটিই শুধু নয়, মোট ৬টি পুরস্কার পেয়েছে এই গান। 'জর্জ ফিল্ম ক্রিটিক্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড', 'দ্য ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড', 'দ্য অনলাইন ফিল্ম ক্রিটিক্স সোসাইটি অ্যাওয়ার্ড' ও 'হিউস্টন ফিল্ম ক্রিটিক্স অ্যাওয়ার্ড'ও পেয়েছে এই গান। ফলে বোঝাই যাচ্ছে হলিউডের দুই বড় মাপের স্বীকৃতি ছাড়াও এম এম কীরাবাণীর সৃষ্টি 'নাটু নাটু' মন জয় করেছে মার্কিনি সমালোচকদেরও।