নয়াদিল্লি: দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর জন্মদিন ৯ মে। একই দিনে জন্ম অভিনেতা বিজয় দেবেরাকোন্ডারও। দক্ষিণী চলচ্চিত্র জগতে দুজনেই উজ্জ্বল নক্ষত্র। অনুরাগীর সংখ্যাও ঈর্ষণীয়। শুধু দক্ষিণে নয়, সারা ভারতেই এখন দুই তারকারই জনপ্রিয়তা তুঙ্গে।
২০১৫তে মালায়ালি ছবি 'প্রেমাম' দিয়ে কাজ শুরু করেন পল্লবী। এই ছবিই তাঁকে এনে দেয় বহু সম্মান ও জনপ্রিয়তা। তারপর তামিল, তেলেগু ভাষাতেও বহু ছবি করেন তিনি।
পেশায় সাই পল্লবী ডাক্তার । ফিল্ম-কেরিয়ার শুরু করার পরই তিনি ডাক্তারি পড়া শেষ করেন জর্জিয়ার এক বিশ্ববিদ্যালয় থেকে।







অন্যদিকে বিজয়ের কেরিয়ার শুরু ২০১১য়। 'নুভভিলা' ছবি দিয়ে সূচনা। ২০১৫ য় তাঁকে জনপ্রিয়তা দেয় 'ইয়েভাদে' নামে ছবিটি। ২০১৬য় রোম্যান্টিক ছবি 'পেল্লি চোপুলু' তাঁকে এনে দেয় বহু পুরষ্কার। পান জাতীয় পুরষ্কারও। ২০১৭য় বিজয় অভিনীত 'অর্জুন রেড্ডি'-র সাফল্যের কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি বিজয়কে। ফোর্বস ইন্ডিয়ার ৩০ আন্ডার ৩০ তালিকাতেও ছিল তাঁর নাম।