আসছে মাদার্স ডে। মায়েদের জন্য বিশেষ এই দিনটিকে ঘিরে চলছে নানা পরিকল্পনা। ইন্টারনেট জুড়ে এখন মাদার্স ডে নিয়ে আলোচনা। কিন্তু জানেন কি, আর এক মাস বাদেই আসছে বাবাদের জন্য বিশেষ দিন - ফাদার্স ডে। জুন মাসের তৃতীয় রবিবার, ২১ জুন, পালিত হবে ফাদার্স ডে।
কেন ফাদার্স ডে?
শুধুই কি বাণিজ্যিক সংস্থাগুলির মুনাফা বাড়ানোর উদ্দেশ্যেই? নাকি আছে কোনও বিশেষ ইতিহাস?
তথ্য বলছে, ১৯১০ সাল থেকে চলে আসছে পিতৃদিবস উদযাপন। সেই বছরই প্রথম আমেরিকায় অফিসিয়ালই পালন করা হয় মাদার্স ডে।
সোনোরা স্মার্ট ডোড নামে এক মহিলা নিজের ছোট ভাইবোনদের অতি যত্নে বড় করেছিলেন। তাঁদের মা গিয়েছিলেন আগেই। বাবা ছিলেন গৃহযুদ্ধের সৈনিক। সেই মহিলাই প্রথম মনে করেন, মায়েদের পাশাপাশি বাবাদের জন্যও একটি বিশেষ দিন থাকা আবশ্যক। বিপত্নীক বাবা কষ্ট করে তাঁদের বড় করেছিলেন, তাঁর সেই কাজকে সম্মান জানাতেই ফাদার্স ডে পালনের পরিকল্পনা করেন তিনি।
সোনোরাই উদ্যোগ নিয়ে সেই বছর গীর্জা ও স্থানীয় বিভিন্ন সংগঠনে গিয়ে ফাদার্স ডে পালনের কথা বলেন। ওয়াশিংটনে প্রথম পিতৃদিবস পালন হয় ১৯ জুন।
কীভাবে এল সরকারি স্বীকৃতি?
দশকের পর দশক সোনোরা চেষ্টা চালিয়ে গেছেন ফাদার্স ডে-কে ছুটির দিন হিসেবে স্বীকৃতি দেওয়ানোর। দরবার করেছেন সরকারের কাছেও। অবশেষ ১৯৭০ এ মার্কিন কংগ্রেস ঠিক করে, জুন মাসের ৩য় রবিবার পালিত হবে ফাদার্স ডে।
সরকারি ঘোষণায় বলা হয়, প্রেসিডেন্ট জুন মাসের তৃতীয় শনিবার ফাদার্স ডে হিসেবে অনুমোদন দিয়েছেন। অনুরোধ করা হচ্ছে, সেদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সব সরকারি দফতরে যেন মার্কিন পতাকা উত্তোলিত হয় এবং নানা অনুষ্ঠানের মাধ্যমে যেন দিনটি উদযাপন করা হয়।
তখন থেকেই সরকারি ভাবে ওই দিনটি বাবাদের প্রতি ভালবাসা ও শ্রদ্ধাজ্ঞাপনের দিন।
ফাদার্স ডে কবে? কী এর ইতিহাস, জানুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 May 2020 11:21 AM (IST)
কিন্তু কেন ফাদার্স ডে? শুধুই কি বাণিজ্যিক সংস্থাগুলির মুনাফা বাড়ানোর উদ্দেশ্যেই? নাকি আছে কোনও বিশেষ ইতিহাস?
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -