কলকাতা: নতুন ছবি নিয়ে আসতে চলেছেন পরিচালক সৌভিক দে (Souvik Dey)। থ্রিলার (Thriller) ঘরানার ছবি নিয়ে আসছেন তিনি। ছবির নাম 'বরফি' (Borfi)। এম. এস. ফিল্মস অ্যান্ড প্রোডাকশনের ব্যানারে মীনা শেঠি মণ্ডলের প্রযোজনায় এই ছবি মুক্তি পাবে। 


আসছে 'বরফি'


গত বছর মুক্তি পায় পরিচালকের দ্বিতীয় ছবি 'বিজয়া দশমী'। এরপর ফের থ্রিলার ঘরানার ছবি নিয়ে আসছেন পরিচালক সৌভিক দে। নাম 'বরফি'। ছবির গল্পে দেখা যাবে একের পর এক খুনের খবর। শহরে একের পর এক মন্ত্রী খুন হচ্ছেন। পুলিশ, প্রশাসন, মিডিয়া, জনতা সকলেই তটস্থ। কে বা কারা খুন করছে, কী তাদের উদ্দেশ্য, কেউ জানে না। অন্যদিকে আমরা দেখা যাবে, স্কুলের প্রিন্সিপাল বরফি, তার ভাই সূর্য এবং ভাইয়ের বান্ধবী শ্যামলী, এদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক। বরফি কোনওভাবেই সেই সম্পর্ক মেনে নিতে পারছে না। 


অন্যদিকে পুলিশ এই তদন্ত তাঁদের আগের একজন হেভিওয়েট অফিসার, যিনি বর্তমানে শখের গোয়েন্দা মহেন্দ্র এবং তাঁর সহকারী লক্কার হাতে সমর্পণ করেছে। একদিকে বরফি, সূর্য এবং সূর্যর প্রেমিকার মধ্যে একটা ত্রিকোণ সম্পর্ক আর অন্যদিকে লক্কা এবং মহেন্দ্রর তদন্ত সমান্তরালভাবে এগোতে থাকে। এদিকে খুন কিন্তু বন্ধ হচ্ছে না। উল্টে মহেন্দ্র এবং লক্কা আরও বেশি ধাঁধার জালে জড়িয়ে যাচ্ছে। বরফি কি ভাইয়ের প্রেমিকার সম্পর্কটা মেনে নিতে পারবে? মহেন্দ্র কি খুঁজে বার করতে পারবে আসল খুনিকে? জানতে পারা যাবে এই খুনগুলোর নেপথ্যের আসল সত্যি কী?


ছবিতে একগুচ্ছ তারকাকে অভিনয় করতে দেখা যাবে। কৌশিক সেন, গুলশন পাণ্ডে, অভিজিৎ গুহ, চান্দ্রেয়ী ঘোষ, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনামিকা সাহা, অমিত শেট্টি, পিয়ালি চক্রবর্তী, অরিত্র দত্ত বণিককে একসঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে। ছবির গল্প লিখেছেন সায়ন রয়্যান ও সৌভিক দে। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। 


আরও পড়ুন: Honey Singh: চূড়ান্ত মানসিক অবসাদে ৩ বছর কারও সঙ্গে কথা বলেননি হানি সিং, সাহায্য করেছিলেন দীপিকা, শাহরুখ


পূর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরির ক্ষেত্রে পরিচালকের বয়স খুব বেশি নয়। '৬০-এর পরে', 'বিজয়া দশমী'র পর এই তাঁর তৃতীয় ছবি। প্রসঙ্গত, প্রথম দুই ছবির জন্য 'দাদাসাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ডস'-এর মঞ্চে সেরা পরিচালকের তকমাও পেয়েছেন তিনি। তবে শুধু বাংলা ছবির জগতেই নিজেকে আটকে রাখেননি সৌভিক, পা রেখেছেন হিন্দি ছবির জগতেও৷ সৌভিক দে-র পরিচালনায় আসতে চলেছে নতুন হিন্দি ছবি 'ওয়ার্ল্ড ইজ মাইন'।