বের্নাবৌ: ম্যানেজার হিসাবে প্রথম ট্রফি জিতলেন জাভি। স্প্যানিশ সুপার কাপ (Supercopa de Espana 2023) জিতল বার্সেলোনা। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারাল বার্সা। এই নিয়ে ১৪ বার স্প্য়ানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হল তারা। বছরের প্রথম এল ক্লাসিকো জয় জাভির ছেলেদের। এই ম্যাচ জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ১৮ বছরের তরুণ ফুটবলার গাভি।


ম্যাচের ৩৩ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন স্পেনের জাতীয় দলের তরুণ ফুটবলার গাভি। শুরু থেকেই দাপটের সঙ্গে ফুটবল খেলতে থাকে বার্সা। রিয়ালের ফুটবলাররা কোনও ভাবেই ম্যাচের মধ্যে ফিরতে পারেনি। প্রথমার্ধেই দুটি গোল করে এগিয়ে যায় বার্সা। প্রথম গোলটি করেন গাভি। দ্বিতীয় গোলটি করেন রবার্ট লেওয়ানডস্কি। প্রথমার্ধের একেবারে শেষ সময় ৪৫ মিনিটের মাথায় গোল করেন পোলিশ তারকা ফুটবলার। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় বার্সা।


ম্যাচের প্রথম থেকে দাপট দেখানোয় কিছুটা হলেও ব্যাকফুটে চলে যায় রিয়াল মাদ্রিদ। সেই সুযোগটাকেই পুরোপুরি ভাবে কাজে লাগান জাভির ছেলেরা। এমনকী, দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফিরতে পারেনি তারা। তবে বার্সার হয়ে দুর্দান্ত ফুটবল খেলেন গাভি। নিজে গোল করে দলকে এগিয়ে দেন। সেখানেই থেমে থাকেননি তিনি। লেওয়ানডস্কির গোলের পিছনেও অবদান রয়েছে গাভির। তরুণ ফুটবলারের পাস ধরেই গোল করেন পোলিশ তারকা।                                                                   


দ্বিতীয়ার্ধে রিয়ালের কফিনে শেষ পেরেকটি পোঁতেন পেদ্রি। ম্যাচের ৬৯ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন তিনি। তাঁর গোলেও ভূমিকা সেই গাভির। একটি গোল করেন। বাকি দুই গোলে সহায়তা করেন গাভি। ইনজুরি টাইমে করিম বেঞ্জেমা একটি গোল করলেও, ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। ৩-১ গোলে জিতে এই নিয়ে ১৪তম স্প্যানিশ সুপার কাপ ক্যাবিনেটে তুলে নিল বার্সেলোনা।


 






ম্যাচ জেতার পর তরুণ গাভিকে নিয়ে উচ্ছ্বসিত জাভি। বার্সা ম্যানেজার বলেছেন, 'আমি বাকরুদ্ধ। ওর খেলার প্রতি আবেগ দেখে মুগ্ধ। ও না খেললে খুব খারাপ লাগে।'


আরও পড়ুন: আমার টেস্ট দলে তুমি আছো, টিম ইন্ডিয়ায় ব্রাত্য সরফরাজের মন খারাপ কাটাতে বলছেন বাবা