নয়াদিল্লি: একদিকে যখন করোনার কারণে বলিউডে একের পর এক ছবির মুক্তি পিছিয়ে যাচ্ছে, তখন ছবির জগতে ইতিহাস তৈরি করল 'স্পাইডারম্যান - নো ওয়ে হোম' (Spider-Man: No Way Home)। বক্স অফিস কালেকশনে ইতিহাস তৈরি করে সবথেকে বেশি ব্যবসা করার তালিকায় ১০ নম্বর স্থান দখল করে ফেলল হলিউড তারকা টম হল্যান্ডের (Tom Holland) এই ছবি।


মুক্তি পাওয়ার পর থেকে ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে রেকর্ড তৈরি করেছিল 'স্পাইডার ম্যান' (Spider-Man: No Way Home)। মুক্তির দিন থেকে এই ছবির বক্স অফিস কালেকশন ছিল নজরকাড়া। জানা গিয়েছে, ইতিমধ্যেই বিশ্ব জুড়ে প্রায় ১.৩৭ বিলিয়ন ডলারের ব্যবসা করে ফেলেছে এই ছবি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'স্পাইডার ম্যান' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন।


আরও পড়ুন - Prem Chopra Covid Positive: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রেম চোপড়া


ফের করোনার সংক্রমণ বৃদ্ধি তার সঙ্গে ওমিক্রনের সংক্রমণও বাড়ছে। সব মিলিয়ে সিনেমাহলে ছবির মুক্তি পাওয়া নিয়ে সংশয় দেখা দিচ্ছে। সেখানে 'স্পাইডার ম্যান- নো ওয়ে হোম' ছবির এই বিপুল পরিমাণ ব্যবসা নিঃসন্দেহে হাসি ফুটিয়েছে নির্মাতাদের মুখে।


প্রসঙ্গত, সম্প্রতি ভারতে ছবির বাজারে রেকর্ড ব্যবসা করেছিল রোহিত শেট্টি (Rohit Shetty) পরিচালিত অক্ষয় কুমার (Akshay Kumar )-ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত 'সূর্যবংশী' (Sooryavanshi)। biggest opener of 2021-র রেকর্ড দখল করেছিল এই ছবি। কিন্তু টম হল্যান্ড অভিনীত 'স্পাইডার ম্যান: নো ওয়ে হোম' (Spider-Man No Way Home) ভারতের বাজারে আসতেই ভাঙে পুরনো সব রেকর্ড। ভারতে স্পাইডার ম্যানের প্রথম দিনের বক্স অফিস কালেকশন ৩২ কোটি ৬৭ লক্ষ টাকা। সেখানে অক্ষয় কুমারের 'সূর্যবংশী' প্রথম দিনের বক্স অফিসে ব্যবসা করেছিল ২৬ কোটি ২৯ লক্ষ টাকা। অর্থাৎ পরিসংখ্যানের হিসেবে প্রায় ৬ কোটি ৩৮ লক্ষের ফারাক।