কলকাতা: তিনি টলিউডের নায়িকা, কিন্তু তাই বলে কি সবসময় নিয়ম মেনে খাওয়াদাওয়া করতে হবে? ডায়েট মানলেও বুঝি মাঝেমধ্যে নিয়ম ভাঙতে নেই? আছে বই কি... কলকাতার রাস্তায় দিব্যি দাঁড়িয়ে ফুচকা খেলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।
কড়া ডায়েট আর শরীরচর্চা মেনে চললেও, শ্রাবন্তী কিন্তু বেশ খাদ্যরসিক। বিশেষ করে ফুচকা খেতে ভীষণ ভালবাসেন তিনি। আর সদ্য কলকাতার রাস্তায় ফুচকা খাওয়ার ভিডিও শেয়ার করলেন শ্রাবন্তী। সেখানে দেখা গেল, দিব্যি ঝাল দিয়ে একের পর এক ফুচকা খাচ্ছেন শ্রাবন্তী। তিনি বলছেন, 'ভীষণ ঝাল.. আপনারা খেতে পারবেন না।' তারপরে ফুচকা খাওয়া শেষে তিনি বললেন, 'অনেকদিন ধরে ফুচকা খেতে ইচ্ছা করছিল, খেয়ে ফেলেছি।'
অন্যদিকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস নিয়ে পরিচালক শুভ্রজিৎ মিত্রর নতুন ছবি 'দেবী চৌধুরানী' নিয়ে এমনিতেই উত্তেজনা চরমে। 'দেবী চৌধুরানী' তথা বঙ্গের ব্যান্ডিট ক্যুইনকে নিয়ে তৈরি এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এই খবর এতদিনে সকলের জানা। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee) ও দর্শনা বণিক (Darshana Banik)-কে।
এই 'পিরিয়ড ড্রামা'-র মুখ্যভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)-কে। গল্পের নামভূমিকায় দেখা যাবে তাঁকে। অন্যদিকে ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)-কে। পরিচালক আরও জানিয়েছেন এই ছবি মুক্তি পাবে আগামী বছরের শরৎকালে, অর্থাৎ বছরের শেষের দিকে। বোলপুর, পুরুলিয়া ও কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় চলবে এই ছবির শ্যুটিং। পরিচালক এবিপি লাইভকে জানিয়েছেন, তৎকালীন সময়কে তুলে ধরার জন্য শ্যুটিংয়ে ব্যবহার করা হবে একাধিক সেট। বর্ষা কমলে সেই সেট তৈরির কাজ তৈরি হবে।
বহু প্রতীক্ষিত এই বিগ বাজেট ছবি দেশজুড়ে মুক্তি পেতে চলেছে ২০২৪ সালে, ৭টি ভিন্ন ভাষায়। এটিই প্রথম বাংলা ছবি যার এমন প্যান ইন্ডিয়া মুক্তি হবে। ছবির গবেষণা, চিত্রনাট্য, সংলাপ, প্রোডাকশন ডিজাইন ও পরিচালনার দায়িত্ব একাই সামলাচ্ছেন শুভ্রজিৎ মিত্র। প্রসেনজিৎ ও শ্রাবন্তী ছাড়াও ছবিতে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, কিঞ্জল নন্দ, কার্ল হার্ট, অ্যালেক্স ও নেল। সঙ্গীত পরিচালনার দায়িত্বে বিক্রম ঘোষ।
আরও পড়ুন: Dev-Soham: 'প্রধান'-এর শ্যুটিংয়ে গিয়ে রিসর্টে ঢুকল ১৫ ফুটের অজগর! কী করলেন দেব-সোহম?