কলকাতা: অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Shrabanti Chatterjee) পরিবারে নতুন সদস্য। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী আলাপ করিয়ে দিলেন, বাড়িতে আসা এই খুদের সঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় আজ সকালেই কয়েকটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। নতুন সেই সদস্য আর কেউ নয়, একটি ছোট্ট হাস্কি। শ্রাবন্তী এই নতুন পোষ্যের ছবি শেয়ার করে লিখেছেন, 'আমার রূপকথার পরিবারে স্বাগত।' নায়িকা যে পোষ্য ভালবাসেন, তা সবারই জানা। বাড়িতে একাধিক পোষ্য ইতিমধ্যেই রয়েছে শ্রাবন্তীর।
শ্রাবন্তীর এই ছবিতে ভালবাসা জানিয়েছেন তাঁর ইন্ডাস্ট্রির অন্যান্য অনুরাগীরা। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) জানতে চেয়েছেন, তাঁর পোষ্যের নাম। শ্রাবন্তী অবশ্য সেই সবের কোনও উত্তর দেননি। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে ওম সাহানি... শ্রাবন্তীর পরিবারের নতুন সদস্যকে দেখে মুগ্ধ সবাই, জানালেন আদুরে শুভেচ্ছা।
সামনেই শ্যুটিং শুরু শ্রাবন্তীর নতুন ছবি 'দেবী চৌধুরানী' (Devi Chowdhurani)-র। ইতিমধ্যেই জোরকদমে ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন নায়িকা। হয়ে গিয়েছে লুক সেটও। এই ছবি নিয়ে শ্রাবন্তী বলেছেন, 'দেবী চৌধুরানী আমার কেরিয়ারের ভীষণ গুরুত্বপূর্ণ একটা কাজ। যেমন আমি এই ছবিটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি, তেমনই যাঁরা আমায় ভালবাসেন তাঁরা অপেক্ষা করে রয়েছেন আমায় দেবী চৌধুরানীর লুকে দেখার জন্য। আমিও প্রাণ ঢেলে নিজেকে তৈরি করছি। এই ছবির জন্য ঘোড়সওয়ার, তলোয়ার চালানো.. সব শিখতে হচ্ছে। আমার কাছে এগুলো একেবারে নতুন, ফলে কঠিনও। কিন্তু আমি চেষ্টা করছি আর উপভোগও করছি। প্রাজ্ঞর কাছে আমি ট্রেনিং নিচ্ছি আর ও ভীষণ ভালভাবে, ধরে ধরে শেখাচ্ছে সবটা। ২ দিন শেখার পরে আমার যেমন ভাল লাগছে, তেমন কঠিনও লাগছে। নিজে স্বপ্ন দেখছি, আমায় দেবী চৌধুরানীর সম্পূর্ণ লুকটায় কেমন লাগবে। যখন তলোয়ার চালনা করব দেবী চৌধুরানীর লুকে, আমায় কেমন লাগবে সেটা নিয়ে স্বপ্ন দেখছি। আশা করছি আমার ভালবাসার মানুষদের খুব ভাল লাগবে।'