UPI Payment: ২০২২ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ঘোষণা করেছিল ইউজাররা তাদের RuPay ক্রেডিট কার্ড (Credit Card) ইউপিআই (UPI) - এর সঙ্গে সংযুক্ত করতে পারবেন। তার ফলে ইউপিআই- এর মাধ্যমে ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন ইউজাররা। এই ফিচার বর্তমানে উপলব্ধ রয়েছে শুধু RuPay ক্রেডিট কার্ডের জন্য। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ইউপিআই- এর এই পরিষেবার অনেক সুবিধা রয়েছে। ক্রেডিট কার্ডের ব্যবহারই যে শুধু বাড়বে তা নয় বিভিন্ন প্রথম সারির ক্রেডিট কার্ড কোম্পানি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে অনেক নতুন রিওয়ার্ডের প্রোগ্রাম এবং অফার বৃদ্ধি করবে। এছাড়াও জানা গিয়েছে ইউপিআই অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেক দ্রুত পেমেন্ট করা সম্ভব। আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় অসুবিধা হল যেহেতু ক্রেডিট কার্ড তাই ইউজাররা লাগামছাড়া ব্যবহার করে ফেলেন। ফলে পরে আর্থিক সমস্যা হতে পারে। ডেবিট কার্ডের ক্ষেত্রে এই যথেচ্ছ ব্যবহার সাধারণত হয় না। একটি নির্দিষ্ট বাজেট থাকে ক্রেতাদের।
কীভাবে ইউপিআই অ্যাকাউন্টের সঙ্গে ক্রেডিট কার্ড যুক্ত বা লিঙ্ক করবেন
- স্টেপ ১- প্রথমে আপনাকে BHIM অ্যাপ ডাউনলোড করতে হবে নিজের অ্যান্ড্রয়েড কিংবা আইফোনে।
- স্টেপ ২- এবার ওই অ্যাপে লগ-ইন বা সাইন-আপ করতে হবে।
- স্টেপ ৩- উপরের দিকে 'ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেকশন বা বিভাগ পাবেন যেখানে ক্লিক করতে হবে।
- স্টেপ ৪- এবার একটি প্লাস বাটনে ক্লিক করতে হবে যা থাকবে নীচে ডানদিকের কোণে।
- স্টেপ ৫- এবার ক্লিক করতে 'ক্রেডিট কার্ড' অপশনে।
- স্টেপ ৬- যে ব্যাঙ্কে আপনার ক্রেডিট কার্ড রয়েছে সেই ব্যাঙ্কের নাম বেছে নিতে হবে।
- স্টেপ ৭- অ্যাপের মধ্যেই ব্যাঙ্কের নামের তালিকা দেওয়া থাকবে।
- স্টেপ ৮- বাকি যাবতীয় বিস্তারিত বিবরণ দিয়ে আপনাকে কার্ড অ্যাড করতে হবে।
- ইউজারকে ৪ ডিজিট অথবা ৬ ডিজিট ইউপিআই পিন ব্যবহার করতে হবে। এর সাহায্যে ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে BHIM অ্যাপে।
আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য লক করা কেন প্রয়োজনীয়
আধার কার্ডে একজন ইউজারের আঙুলের ছাপ, চোখের মণির ছবি, মুখের ছবি- এইসব বায়োমেট্রিক তথ্য যুক্ত থাকে অথেনটিফিকেশনের জন্য। আজকাল হ্যাকাররা ইউজার ভেরিফিকেশনের এইসব তথ্য হাতিয়েই প্রতারণা করছে। আর তাই আধার কার্ডের সঙ্গে যুক্ত বায়োমেট্রিক তথ্য লক করে রাখা প্রয়োজন। তাহলে সুরক্ষিত থাকবে আপনার তথ্য। একবার তথ্য লক করার পর চাইলে আপনি আবার আনলক করতে পারবেন।
আরও পড়ুন- পিএফ অ্যাকাউন্টে কেন লিঙ্ক করবেন মোবাইল নম্বর? কীভাবে করতে হবে?