কলকাতা: সিনেমা জগতে অধিকাংশ অভিনেতা-অভিনেত্রীদের জীবনেই নানা ওঠানামা জড়িয়ে থাকে। বিতর্ক পিছু ছাড়ে না। সেই তালিকা থেকে বাদ যাননি শ্রাবন্তীও। ব্যক্তিগত জীবন নিয়ে বারবার তাঁকে নিশানা করা হয়েছে। রাজনৈতিক জীবনে পা দিয়েও বিতর্ক পিছু ছাঁড়েনি তার। তবে জীবনের যতোই চড়াই উতরাই আসুক না কেন, কখনই তিনি সেলুলয়েড ছেড়ে যাননি। আজ তাঁর জন্মদিন। দেখতে দেখতে এবার ৩৬ এ পা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ( Srabanti Chatterjee)।


প্রথম ছবির পর একটা লম্বা গ্যাপ


তবে প্রথম ছবির পর একটা লম্বা গ্যাপ। তারপর ফের ২০০৩ সালে জিৎ-র বিপরীতে বাংলা ছবি 'চ্যাম্পিয়ন'-র মাধ্যমে সেলুলয়েডে ফেরেন তিনি।এরপর তিনি টানা লম্বা সফরে অভিনয় জগতে নাম করেছেন। জিৎ, সোহম, দেব-র বিপরীতেই তিনি অধিকাংশ স্ক্রিন শেয়ার করেছেন। তবে একঢালা চ্যাম্পিয়ন, দুজনে, সেদিন দেখা হয়েছিল ছবিতেই অভিনয় করেই থেমে থাকেননি তিনি। অচেনা ফ্রেমেও তাঁকে দেখা গিয়েছে।


অচেনা ফ্রেমেও তাঁকে দেখা গিয়েছে


তিনি অপর্ণা সেনের ফ্রেমেও ধরা দিয়েছেন। 'গয়নার বাক্স' ছবিতে কঙ্কনা সেন শর্মা এবং মৌসুমী চট্টোপাধ্যায়ের বিপরীতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনয় করেছেন। যা রীতিমত প্রশংসার দাবি রাখে। ২০১৮ সালে তিনি একেবারেই অন্য রূপে সেলুলয়েডে ধরা দিয়েছেন। সৃজিত মুখোপাধ্যায়ের উমা ছবিতে যীশু ছবিতে তিনি অভিনয় করেন। 


ব্যক্তিগত জীবনে বারবার ওঠানামা


তবে অভিনয় জগতে থেকে অধিকাংশ অভিনেতা-অভিনেত্রীরা যেভাবে ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালে রাখতে চেয়েও, পার পান না। শ্রাবন্তীর ক্ষেত্রেও তাই। বারবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নিশানা করেছে নেট দুনিয়া।  মাত্র ১৬ বছর বয়েসে তিনি বিয়ে করেন। তার একমাত্র ছেলের নাম অভিমন্যু চট্টোপাধ্যায়। তবে বারবার বিচ্ছেদে ফিরলেও, কখনই তিনি বাংলা ছবি থেকে দূরে যাননি। বরং সবসময় খোশমেজাজে থাকতে দেখা যায় শ্রাবন্তীকে।


আরও পড়ুন, বয়েস শুধুই সংখ্যা, জন্মদিনে শ্রাবন্তীকে শুভেচ্ছার বন্যা


 বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়


অপরদিকে, ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। সেখানেও বিতর্ক পিছু ছাড়েনি তাঁর থেকে।  তবে শেষ অবধি ৫১ হাজার ভোটের ব্যবধানে তৃণমূলের কাছে বেহালা পশ্চিমের আসনে হেরে যান শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে বারবার বিতর্কে জড়ালেও তার জনপ্রিয়তা এতটুকুও কমেনি। বরং বরাবর ভালবাসা অটুট থেকেছে তার প্রতি অনুরাগীদের।