কলকাতা: অপেক্ষায় অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই। প্রকাশ করলেন নিজের ছুটি কাটানোর ছবি। সাদা পোশাক আর হাতে পানীয় নিয়ে সমুদ্রের মাঝে দাঁড়িয়ে হাসিতে উপচে পড়ছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।
শহর ছেড়ে নিভৃতে ছুটি কাটাচ্ছেন শ্রাবন্তী। মলদ্বীপে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই ছবিই। সঙ্গী? ছেলে ঝিনুক। তাঁর প্রোফাইলেও রয়েছে মলদ্বীপের ছবি। তবে শোনা যাচ্ছে, ঝিনুকের সঙ্গে মলদ্বীপে গিয়েছেন তাঁর বিশেষ বন্ধু দামিনীও। তাঁর প্রোফাইলেও দেখা যাচ্ছে মলদ্বীপ ভ্রমণের ছবি। কিন্তু এখনও পর্যন্ত একসঙ্গে কোনও ছবি দেখা গেল না মা ছেলের। জানা গেল না, হাসিতে উচ্ছল শ্রাবন্তীর ছবি তুলতে ক্যামেরায় চোখ রেখেছিল কে?
নির্বাচন শেষ। শেষ প্রচারও। ফের লাইটস, ক্যামেরা, অ্যাকশানের দুনিয়ায় ফিরেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় আবার চেনা ছন্দেই পাওয়া ?যাচ্ছে অভিনেত্রীকে। সম্প্রতি নতুন ওয়েব সিরিজও মুক্তি পেয়েছে তাঁর। বড়পর্দার সফল জুটি নিয়েই ওয়ের সিরিজের দুনিয়ায় পা রেখেছেন তিনি। সিরিজের নাম, 'দুজনে'। অমর ও অহনার গল্প নিয়েই তৈরি হয়েছে সিরিজ 'দুজনে'। মুক্তি পাওয়া ১ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলার জুড়ে যেমন রয়েছে প্রেম ও সম্পর্কের জটিলতা, তেমনই রয়েছে রহস্য, ভয় ও পরিকল্পনার জমাট বুনোট। ট্রেলারে নজর কেড়েছিল 'ও মাই লাভ' গানের ব্যবহার।
এর আগেও রূপোলি পর্দায় জুটি বেঁধেছিলেন সোহম-শ্রাবন্তী। ২০১০ সালে মুক্তি পাওয়া 'অমানুষ' ছবিতে দর্শকেরা ভালোবেসেছিলেন সোহম-শ্রাবন্তীর জুটিকে। সেই নস্টালজিয়া উস্কে দিতেই কি ১০ বছর পর আবার 'ও মাই লাভ' গানে সোহম-শ্রাবন্তীর রোমান্সকে ফিরিয়ে আনলেন পরিচালক? তবে কেবল নস্টালজিয়া বা প্রেম নয়, ট্রেলারের মধ্যেই সাদা-কালো হরফে লেখা, এটা কোনও প্রেমের গল্প নয়। 'নট আ লাভ স্টোরি'। 'হইচই'-তে এখন স্ট্রিম করছে 'দুজনে'
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করেছেন শ্রাবন্তী। কালো পোশাকের সঙ্গে কালো সানগ্লাসে দারুণ মানিয়েছে তাঁকে। ক্যাপশানে তিনি লিখেছেন, 'চলার পথে ব্যর্থতা আসবেই"। তবে এই লেখার মধ্যে দিয়ে নায়িকা কী বোঝাতে চেয়েছেন তা অবশ্য স্পষ্ট নয়। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে শ্রাবন্তীর জীবনে। তাও কি বোঝাতে চাইলেন শ্রাবন্তী? আপাতত যাবতীয় জল্পনা থেকে অনেক দূরে তিনি। ছুটির মেজাজে।
খোলামেলা পোশাকে সমুদ্রের বুকে দাঁড়িয়ে শ্রাবন্তী লিখছেন, 'হাসিতেই মুহূর্তের ছুটি'