কলকাতা: আজ তাঁর জন্মদিন হলেও, অসুস্থতার কারণে কার্যত গৃহবন্দী তিনি। অসুস্থ মেয়েও। তবে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনে ফেলে আসা দিন ফিরে দেখলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন ছোটবেলার ছবি। আবার জন্মদিনে চেয়ে বসলেন একটা দারুণ উপহারও!
আজ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের জন্মদিন। তবে জ্বরে আক্রান্ত তিনি, শরীরে রয়েছে ডেঙ্গির উপসর্গও। ফলে বাড়িতে বা বাইরেও কোনোরকম পার্টি বা উদযাপনের আয়োজন করেননি অভিনেত্রী, বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন তিনি। অসুস্থতার কারণে আজকের বিশেষ দিনেও ছেদ পড়েছে তাঁর উদযাপনে। তবে সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা ফিরে দেখলেন, তাঁর ফেলে আসা শৈশবকে।
সোশ্যাল মিডিয়ায় আজ ৩টে ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীলেখা। একটি ছোটবেলায় নাচের সাজে। সেখানে অভিনেত্রীকে চেনাই দায়। অপর ছবিগুলি বেশ ঝাপসা হলেও স্মৃতিমেদুর। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, 'তখন আমি রোগা ছিলাম। হ্যাপি বার্থডে টু মি'। অভিনেত্রীর শেয়ার করে এই ছবিতে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
এরপরে, আরও একটি ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীলেখা। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মহানায়ক উত্তমকুমারের (Uttam Kumar)-এর কয়েকটি AI -এর ছবি। সেখানে একেবারে ভিন্নরূপে দেখা গিয়েছে মহানায়ককে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়ে শ্রীলেখা বলেছেন, 'জন্মদিনে আমার ওঁকে উপহার হিসেবে চাই। কেউ ট্রোল করলে বয়েই গেল, জন্মদিন বলে কথা।'
সোমবার রাত পৌনে ১১টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটাস আপডেট দিয়েছিলেন অভিনেত্রী। সেখানে তিনি লিখেছিলেন, 'গোটা শহর এই আবহাওয়া ও মশার কবলে। মেয়ের ডেঙ্গি হয়েছিল এখন সেরে উঠছে। আমারও সবসময় খুব ক্লান্ত লাগছে এবং জ্বরজ্বর ভাব রয়েছে সেই সঙ্গে প্রচণ্ড মাথা যন্ত্রণা। যদি এই ধরনের কোনও উপসর্গ আপনাদের থেকে থাকে তাহলে দয়া করে পরীক্ষা করিয়ে নিন।'
অভিনেত্রীর পোস্টে অনুরাগীরা দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। একজন লিখেছেন, 'চোখে ব্যথা আছে? তাহলে ডেঙ্গি পরীক্ষা করতেই হবে।' তিনি উত্তরও দিয়েছেন হ্যাঁ বলে। একজন আবার লেখেন, 'দয়া করে অনেকটা বিশ্রাম নিন। মানুষের চেয়ে মশা বেশি এখন শহরে! পরীক্ষা করিয়ে নিন।' তবে অভিনেত্রী এখনও পরীক্ষা করিয়েছেন কিনা, বা ডেঙ্গি রিপোর্ট পজিটিভ এসেছে কি না সেই আপডেট সোশ্যাল মিডিয়ায় দেননি অভিনেত্রী।
আরও পড়ুন: Mamata-Amitabh: বিরোধী জোটের বৈঠকে যোগ দেওয়ার আগে অমিতাভের বাড়িতে মমতা, পরাবেন রাখিও