নয়াদিল্লি : দেশজুড়ে আজ থেকেই পালন করা হচ্ছে রক্ষাবন্ধন। (Raksha Bandhan 2023) কাশ্মীর থেকে কন্যাকুমারী চলছে রাখীবন্ধনের পালা। রাখঈ শুধুই ভাই-বোনের একে অপরের পাশে থাকার সংকল্প নয়, বরং মানুষ-মানুষের পাশে থাকার, বিপদে রক্ষা করার প্রতিশ্রুতি। সেই শপথগ্রহণের দিনই রাখী। এদিন সকালেই প্রধানমন্ত্রী দেশের মানুষকে রাখী উৎসবের শুভেচ্ছা জানান সকাল সকাল। সোশ্যাল মিডিয়ায় (social media) তিনি পোস্ট করেন - ' আমার পরিবারের সব সদস্যদের রক্ষাবন্ধনের শুভেচ্ছা জানাই। ভাই ও বোনের মধ্যে অটুট বিশ্বাস ও গভীর ভালবাসার প্রতীক এই উৎসব। রাখী (Rakhi Purnima 2023) আমাদের সংস্কৃতির পবিত্র প্রতিফলন। আমার আশা এই উৎসবের মাধ্যমে ভালবাসা, ঐক্য, স্নেহভাব সকলের জীবনে ছড়িয়ে পড়বে।'
এদিন প্রধানমন্ত্রীর হাতে রাখী পরিয়ে উৎসব পালন করে একদল স্কুলছাত্রী। এএনআইয়ের সৌজন্যে সামনে এসেছে ভিডিও। মোদির হাতে নানারঙের রাখী বেঁধে দেয় এক্কেবারে খুদে পড়ুয়ারাও। নানারঙের রাখীতে ভরে যায় প্রধানমন্ত্রীর হাত। লাল, নীল, হলুদ, সবুজ - নানা রঙের রাখী। কোনও কোনওটিতে আবার নরেন্দ্র মোদির মুখের ছবি দেওয়া।
রাখী একদিকে যেমন পরিবারের মধ্যে ভাই-বোনের সম্পর্কে অন্য মাত্রা নিয়ে আসে, তেমনই ছড়িয়ে দেয় সম্প্রীতির বার্তা। এই বাংলায় রাখী মানে তো সৌভ্রাতৃত্বই। তাই তো বঙ্গভঙ্গের সিদ্ধান্তের প্রতিবাদে সারা বাংলায় রাখী পালন করেছিলেন রবীন্দ্রনাথ। রাখী মানে তো রক্ষাবন্ধনও। মানুষের পাশে থাকার অঙ্গীকার। আর এই কথাই প্রধানমন্ত্রী দিয়ে গেলেন স্কুল পড়ুয়াদের।
এদিন ভারতের সীমান্তে অতন্দ্র প্রহরায় থাকা সেনাকর্মীদের হাতে রাখী বেঁধে দেন স্থানীয়রা। রাখীর দিন 'থ্যাঙ্কস জওয়ান'
কর্মসূচি নেওয়া হয়েছে। তার প্রস্তুতিতে অংশ নিয়েছইলেন জাতি-ধর্ম-নির্বিশেষে মহিলারা। দেশের রক্ষায় নিয়োজিত মানুষগুলোকে রক্ষাবন্ধন বেঁধে দেন স্থানীয় 'বোনেরা'।
আরও পড়ুন :