কলকাতা : বাবা  চলে গিয়েছেন ছেড়ে। এই শূন্যতা এখনও কুরে কুরে খাচ্ছে শ্রীলেখা মিত্রকে।  অভিনেত্রীর জীবনে মাথার উপর থেকে যেন বনস্পতির ছায়া সরে গিয়েছে হঠাত্‍ করে। সেই দুঃখ তাঁকে ঘিরে রয়েছে। তাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রীলেখা জানিয়েছেন, এবার পুজোয় শাড়ি কেনেননি তিনি। সেলফি পোস্ট করে তিনি বলেন, শাড়ি কেনা হয়নি, তাই এভাবেই ধরা দিয়েছেন তিনি। আর শাড়ি কিনেই বা করবেনটা কী? যাবেনই বা কোথায় ?

  ২৫ সেপ্টেম্বর আচমকা প্রয়াত হন সন্তোষ মিত্র। শোকস্তব্ধ হয়ে গিয়েছিলেন শ্রীলেখা । ফেসবুকে পোস্ট করে বাবার মৃত্যু সংবাদ জানান শ্রীলেখা।  


 




এর কয়েকদিন পর পোস্ট করে আবার শ্রীলেখা লেখেন, ' সব যেন স্যুরিয়াল লাগছে আমার। ফিরে এসে দেখা হল না বাবার সাথে। এই আক্ষেপ আমার সারাজীবন থাকবে।' বিভিন্ন সময় পোস্ট করে বাবার মৃত্যুর জন্য শোকপ্রকাশ করেছেন তিনি। তিনি একটি পোস্টে লেখেন, 'তোমার সঙ্গে কথা হয়েছিল, তুমি আমায় বলেছিলে বোঝাবে, যে তুমি আমার কাছেই আছ। সেটা এমনই এমনই নয়। আমায় প্রমাণ দিয়ে বোঝাতে হবে বলে রাখলাম।' বাবার সঙ্গে অনেকই না বলা কথা রয়ে গিয়েছে শ্রীলেখার। অনেক অব্যক্ত অনুভূতিও। যা সোশ্যাল মিডিয়ায় হয়ত প্রকাশ করা যায় না।কিন্তু হাজারো কাজের মাঝেই বারবার মনে পড়ে বাবাকে। তাই তো উৎসবের উল্লাস থেকে নিজেকে দূরেই রেখেছেন। কেনেননি শাড়ি।  পুজোর সাজেও তাঁর অনীহা, সেই বাবাকে হারানোর বেদনা থেকেই! জানালেন শ্রীলেখা।  



 ষষ্ঠীর দিন সকালে একটি কথামৃত বইয়ের ছবি পোস্ট করে অভিনেত্রী জানান, তিনি পড়া শুরু করলেন। কিছুদিন আগে তিনি ফেসবুকে পোস্ট করে জানান, মেয়ের সঙ্গে কেনাকাটি করতে বেরিয়েছেন, একপ্রকার জোর করেই। 



এরও কয়েকদিন আগে, তিনি বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেন। লেখেন, দুজনে দুজনের সাপোর্ট সিস্টেম ছিলাম।