দুবাইঃ চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ হার যেন কোনওভাবেই মেনে নিতে পারছেন না দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। সরাসরি ফাইনালে যাওয়ার সুযোগ হাতছাড়া করে বেশ হতাশ গোটা শিবির। জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষে হার মানতে হয়। ম্যাচের পর দিল্লি অধিনায়ক বলেন, 'সত্যিই ভীষণ হতাশ করে দেওয়া পরিস্থিতি এটা আমাদের জন্য। আমার কাছে কোনও ভাষা নেই যে আমি আমার অনুভূতি প্রকাশ করব। তবে শুধু এটুকু বলতে পারি যে এই ভুল থেকে শিক্ষা নিয়েই আমাদের ঘুরে দাঁড়াতে হবে। টম ম্যাচে ভাল বল করেছিল। শুধু ওই শেষ ওভারটাই খারাপ ছিল। আশা করি পরের ম্যাচে আমরা ঠিক ভাল পারফর্ম করতে পারব।


৬ বলে ১৩ রান দরকার ছিল। সেই ম্যাচ ২ বল বাকি থাকতেই জিতে যায় সিএসকে। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে এবারের আইপিএলের ফাইনালে পৌঁছে যায় চেন্নাই সুপার কিংস। রবিবার দুবাইয়ে ৪ উইকেটে তারা হারিয়ে দিল দিল্লিকে। পন্থ বলেন, 'আমরা যা টার্গেট দিয়েছিলাম তা খারাপ ছিল না। কিন্তু পাওয়ার প্লে তে ওঁরা দারুণ খেলেছে। আর তাছাড়া আমরা উইকেটও তুলতে পারিনি। আমার মনে হয় সেটাই মূল তফাৎ গড়ে দেয়। একজন ক্রিকেটার হিসেবে এটুকুই বলতে পারি যে আমাদের এই ভুল শুধরে ফেলতে হবে। আশা করি পরের ম্যাচে আমরা জিততে পারব, আর ফাইনালেও খেলতে পারব।'


রবিবার প্রথমে ব্যাট করে ১৭২ রান বোর্ডে তুলেছিল দিল্লি। অর্ধশতরান করেছিলেন পৃথ্বী শ ও অধিনায়ক ঋষভ পন্থ নিজে। ১৭৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথমেই এদিন আনরিচ নোখিয়ার বলে আউট হয়ে ফিরে যান ফাফ ডু প্লেসি। কিন্তু এরপরই পার্টনারশিপ গড়ে তোলেন রুতুরাজ গায়কোয়াড ও রবিন উথাপ্পা। দু জনে মিলের দলের স্কোর একশোর গণ্ডি পার করে দেন। ২ জনেই অর্ধশতরানও পূরণ করেন। উথাপ্পা ৬৩ রানে প্যাভিলিয়ন ফেরেন। অন্যদিকে রুতুরাজ ৭০ রান করে আউট হন। একটা সময় মনে হচ্ছিল যে হেসেখেলে জয় ছিনিয়ে নেবে সিএসকে। কিন্তু পরপর সেখান থেকে উইকেট হারাতে থাকে তারা। তবে ধোনি ক্রিজে আসার পর আর চাপ বাড়েনি সিএসকের। ৬ বলে ১৮ রান করে ম্যাচের শেষে অপরাজিত থাকেন ধোনি।