কলকাতা: বিদেশের মাটিতে বাঙালি আদব কায়দায় জন্মদিন পালন। তারপর সফরে বেরিয়ে পড়া। এবারের জন্মদিন এক্কেবারে অন্যরকম করে কাটাচ্ছেন শ্রীলেখা মিত্র। জুরিখ থেকে শোনালেন জন্মদিনের দিনযাপনের গল্প।


'প্রত্যেক জন্মদিনই আমার কাছে বিশেষ। মনে হয়, আজকের দিনে সবকিছুই যেন কেবলমাত্র আমার জন্যই হচ্ছে।' জরমাট-এর উদ্দেশে ট্রেন সফর করতে করতে এবিপি লাইভকে মোবাইল ফোনে বললেন শ্রীলেখা। জুরিখে গিয়েও বাঙালি খাবারে মোড়া রইল অভিনেত্রীর জন্মদিন। মাঝরাতে ফেসবুক লাইভে এসে শ্রীলেখা দেখালেন তাঁর জন্মদিনের যাবতীয় আয়োজন। বিদেশে এক বাঙালি পরিবারের সঙ্গে আলাপ হয়েছে তাঁর। জন্মদিনে তাঁদের বাড়িতেই নিমন্ত্রণ ছিল শ্রীলেখার। নায়িকার জন্য সেখানে রান্না হয়েছিল ইলিশ মাছ। এরপরেই পাবে যাওয়ার পরিকল্পনা শ্রীলেখার। সেখানে গিয়ে অল্প পিনা আর নাচাগানা। 


শুধু বিদেশে নয়, অভিনেত্রী বাড়িতে না থাকলেও তাঁর জন্মদিন পালন করল মেয়ে মাইয়্যা। অভিনেত্রী বলছেন, 'রাতে মাইয়্যা আমায় ভিডিও কল করেছিল। আনারস আর কিউই দিয়ে ভারি সুন্দর একটা কেক বানিয়েছে। আমায় সেই সমস্ত ছবি দেখাল।' সেইসঙ্গে অভিনেত্রী বলছেন, আমরা বলি মানসিকভাবে পাশে থাকার প্রয়োজন হয় না, কিন্তু জীবনের বিভিন্ন সময়ে সত্যিই বিশ্বাসের প্রয়োজন হয়। অনেকে যাঁরা আমায় দেখেননি কিন্তু আমার ওপর বিশ্বাস করেছেন, তাঁদের ধন্যবাদ।"


জন্মদিনের দিন সবচেয়ে বেশি মনে পড়ে মায়ের কথা। শ্রীলেখা বলছেন, 'আমায় যিনি জন্ম দিয়েছেন, সেই মানুষটাই এখন পৃথিবীতে নেই। আমার মা। জন্মদিন এলেই মায়ের কথা ভীষণ মনে পড়ে। খুব মিস করি মা-কে।'


আজ সোশ্যাল মিডিয়ায় নিজের দুটি ছবি পোস্ট করেছেন শ্রীলেখা। বিদেশের মাটিতেও বাঙালি বেশে নজর কাড়ছেন অভিনেত্রী। তাঁর পরনে ফুলেল শাড়ি। মাথায় ফুল। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করে শ্রীলেখা লিখেছিলেন, 'জন্মদিন বলে কথা। শুভ জন্মদিন শ্রীলেখা।' এরপর ট্রেন সফরের বিভিন্ন ছবি, সবুজ পাহাড় আর জন্মদিনের বিশেষ খাবারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেত্রী।



সম্প্রতি