কলকাতা: তিনি পরিচিত পশুপ্রেমী বলে। তাঁর নিজের বাড়িতে একাধিক পোষ্য রয়েছে, তাঁরাই তাঁর ভীষণ প্রিয় বন্ধু। শুধু বাড়ি নয় পথকুকুরদেরও নিয়মিতভাবে খাওয়ানো বা চিকিৎসা করা তাঁর রোজকার কাজের মধ্যে অন্যতম। আরজি করে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের প্রতিবাদে তিনি পথে নেমেছেন। প্রতিবাদ করেছেন। তবে এবার, সেই 'জাস্টিসের বিরুদ্ধে' গলা ফাটালেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।
শ্রীলেখা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, রাস্তায় বসে রয়েছে একটি পথকুুকুর। তার গায়ের রঙ সাদা। আর তার গায়ে লাল কালি দিয়ে লিখে দেওয়া হয়েছে, 'উই ওয়ান্ড জাস্টিস' অর্থাৎ আমরা বিচার চাই। যে কোনও প্রাণীর গায়ে বাইরে থেকে কোনওরকম রঙ দেওয়াই বিপজ্জনক, এই কথা বারে বারেই বলে আসছেন পশু চিকিৎসকেরা। রঙের ভিতরে থাকা কেমিক্যাল পশুদের চামড়ার মারাত্বক ক্ষতি করে। আর সেই কারণেই দোলের সময় বারে বারে বারণ করা হয় পশুদের বিশেষ করে পথকুকুর বা বিড়ালদের গায়ে রঙ না দেওয়ার জন্য। তবে পথকুকুরের গায়ে এই বার্তা লেখা ছবিটি তুলে ধরে ফুঁসে উঠেছেন শ্রীলেখা।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, 'এই অবলাদের অত্যাচার করে ন্যায় বিচার চাওয়া হচ্ছে! নোংরামোর একটা সীমা থাকা দরকার। এর বিচার কে চাইবে?' সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখার এই পোস্টকে সমর্থন করেছেন অনেকেই। সবাই নিন্দাই করেছেন এভাবে পশুর গায়ে রঙ দিয়ে বার্তা লেখার। প্রসঙ্গত, আরজি করে মহিলা চিকিৎসকদের খুন ও ধর্ষণের প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট মানুষেরা। সম্প্রতি টলিপাড়ার পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা সবাই প্রতিবাদে মিছিল করেছিল। মিছিল করা হয়েছিল থিয়েটারের সঙ্গে যুক্ত মানুষদের তরফেও।
সদ্য একটি মিছিলের ডাক দিয়েছিল টলিউড। অবশ্য কেবল টলিউড নয়, সিনেমার সঙ্গে যুক্ত সমস্ত মানুষেরই আহ্বান করেছিল এই মিছিল। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, সৌরসেনী মৈত্র, ইশা সাহা, পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন,ঋত্বিক চক্রবর্তী, বিশ্বনাথ বসু, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, রেশমি সেন, পাওলি দাম, ফ্যশন ডিজাইন অভিষেক রায়, রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, ঋদ্ধি সেন সহ অন্যান্যরা। সেই মিছিলে ছিলেন ছোটপর্দার বিভিন্ন কলাকুশলীরাও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।