কলকাতা: ফের আরও এক ছবির মুক্তি স্থগিত। 'অঙ্ক কি কঠিন' ছবির পরে, স্থগিত করা হল শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee)-র অভিনীত ছবি 'যমালয়ে জীবন্ত ভানু' ছবির মুক্তি। বর্তমানে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। শহর কলকাতায় তাঁর আঁচ স্বভাবতই সবচেয়ে বেশি। রোজই পথে নামছেন প্রতিবাদী সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনেরা। প্রতিবাদে সদ্যই একটি প্রতিবাদী মিছিলের আয়োজন করেছিলেন টলিপাড়ার সমস্ত অভিনেতা অভিনেত্রীরা। সেই মিছিলে পা মিলিয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়ও। এছাড়াও ছিলেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, সৌরসেনী মৈত্র, ইশা সাহা, পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, ঋত্বিক চক্রবর্তী, বিশ্বনাথ বসু, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, রেশমি সেন, পাওলি দাম, ফ্যাশন ডিজাইন অভিষেক রায়, রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, ঋদ্ধি সেন সহ অন্যান্যরা। 


এর আগে, রানা সরকার প্রযোজিত ও সৌরভ পালোধি পরিচালিত ছবি 'অঙ্ক কী কঠিন' অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল, এবার পালা 'যমালয়ে জীবন্ত ভানু'-র। এই ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। বুড়িমা চিত্রমের তরফে এই ছবি বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল ৩০ অগাস্ট। এই ছবিটি নিয়ে কাজ চলছে দীর্ঘদিনই। সদ্য প্রকাশ্যে এসেছিল, এই ছবিতে কাজ করেছেন দর্শনা বণিক। সুচিত্রা সেনের চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে আপাতত অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে এই ছবির মুক্তি। 


পরিচালক ও প্রযোজকের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে ছবি মুক্তির পরিস্থিতি নেই। তার আগে অনেক গুরুত্বপূর্ণ আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তি পাওয়া। সেই কারণেই এই আবহে পিছিয়ে দেওয়া হচ্ছে ছবির মুক্তি। এর আগে আরও একটি ছবি মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। সেটি হল 'অঙ্ক কী কঠিন'। বর্তমান পরিস্থিতি সত্ত্বেও মুক্তি পেয়েছে 'বাবলি' এবং 'পদাতিক'। তবে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছিল 'বাবলি'-র সমস্ত প্রচার ও স্পেশাল স্ক্রিনিং। বাংলাদেশের পরিস্থিতির জন্য ছবির প্রচারে কলকাতায় আসতে পারেননি চঞ্চল চৌধুরীও




আরও পড়ুন: Bengali Serial on RG Kar Issue: বড়পর্দার পরে ছোটপর্দা, আরজি কর কাণ্ডে এবার ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের প্রতিবাদের ডাক


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।