কলকাতা: প্রজাতন্ত্র দিবসের (Republic Day) প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়। তাতে নাম রয়েছে কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay)। কিন্তু এখন আর সম্মানের প্রয়োজন নেই বলে কেন্দ্রীয় সরকারকে ফোনেই জানিয়ে দিয়েছেন বলে শিল্পীর পরিবার সূত্রে খবর। এদিন বাংলা ছবির অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধাজ্ঞাপন করে একটি বিশেষ ভিডিও শেয়ার করলেন।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন শ্রীলেখা মিত্র। ভিডিওতে লেখা রয়েছে, 'সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতি ছোট্ট শ্রদ্ধার্ঘ্য।' ভিডিওতে অভিনেত্রীকে কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের জনপ্রিয় 'এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার' (E Sudhu Gaaner Din) গানটি নিজের গলায় গাইতে শোনা যায়। অভিনেত্রী পোস্ট করা ভিডিওতে উপচে পড়েছে অনুরাগীদের কমেন্ট। অভিনয়ের পাশাপাশি গানটাও যে তিনি বেশ ভালোই গান, তা প্রশংসা করে লিখেছেন অনুরাগীরা।
আরও পড়ুন - Prosenjit Chatterjee: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরিবারে নতুন সদস্য, খুদেকে কোলে নিয়ে আদর অভিনেতার
মঙ্গলবার ‘পদ্মশ্রী’ প্রাপকদের একটি তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। তাতে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) নাম রয়েছে। তালিকা প্রকাশের পর এ দিন শিল্পীর লেক গার্ডেন্সের বাড়িতে ফোন আসে দিল্লির তরফে। ‘পদ্মশ্রী’ সম্মানে তাঁকে সম্মানিত করা হচ্ছে বলে জানানো হয়। কিন্তু অপর প্রান্তে থাকা ব্যক্তিকে শিল্পী সরাসরি জানিয়ে দেন যে, তিনি ‘পদ্মশ্রী’ প্রত্যাখ্যান করছেন। এই সম্মান নিতে অপারগ তিনি।
শিল্পীর পরিবার সূত্রে জানা গিয়েছে, বয়স ৯০ পেরিয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। ১২ বছর বয়স থেকে গান গাইছেন। সঙ্গীতের পিছনে জীবনের ৭৫টি বঠর উৎসর্গ করে দিয়েছেন। অথচ এতদিনেও তাঁর মতো সঙ্গীতজ্ঞকে সম্মানের যোগ্য বলে মনে হয়নি। বরং তাঁর চেয়ে কম বয়সের শিল্পীদের সম্মান ধরানো হয়েছে। তাতেই সম্মান প্রত্যাখ্যান করেছেন শিল্পী।