কলকাতা: বাংলা ছবির জগতের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) পরিবারে এবার নতুন সদস্যের আগমন। মিষ্টি ভিডিও শেয়ার করে পরিবারের নতুন সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অভিনেতা। লোমশ এই সদস্যের মিষ্টি ভিডিও দেখে আপ্লুত গোটা টলিউড। অঙ্কুশ, ঐন্দ্রিলা থেকে মিমি চক্রবর্তী, পার্ণো মিত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা অভিনেতাকে শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা জানিয়েছেন।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অভিনেতার কোলে বসে রয়েছে ছোট্ট একটি সারমেয়। শুধু বসেই নেই সে, রীতিমতো অভিনেতার সঙ্গে খেলা করছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও দেখা গেল বাড়ির খুদে সদস্যের সঙ্গে খেলায় মেতে উঠতে। ভিডিওর আর একটি অংশে দেখা যাচ্ছে, পোষ্য সারমেয়টির সঙ্গে খেলায় মত্ত অভিনেতার ছেলে। ভিডিও শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, 'আমাদের পরিবারের নতুন সদস্য এসেছে। তাকে স্বাগত জানালাম। পরিচয় করুন 'রকি'র সঙ্গে।'
আরও পড়ুন - Kartik Aaryan Update: কার্তিক আরিয়ানের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভিডিও দেখে অত্যন্ত আনন্দিত টলিউডের অন্যান্য তারকারা। অভিনেতা অঙ্কুশ কমেন্টে লিখেছেন, 'ওলে বাবা লে'। একইরকম কমেন্ট করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলাও। মিমি চক্রবর্তী কমেন্টে লিখেছেন, 'অবশেষে'। তবে, যে যাই কমেন্ট করুন না কেন, ভালোবাসার ইমোজি দিতে কেউ ভোলেননি।
প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রসেনজিৎ জানিয়েছিলেন, তিনি করোনা আক্রান্ত। নিজের বাড়িতেই আইসোলেশনে ছিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লিখেছিলেন, 'দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আমি আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব।' প্রসেনজিতের এই পোস্টে তাঁর সুস্থতা কামনা করেছিলেন টলিউডের প্রায় প্রত্যেক তারকারাই। বর্তমানে তিনি করোনা থেকে সেরে উঠেছেন। আর সুস্থও রয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্ট করে সেকথাও জানিয়েছেন তিনি।