কলকাতা: সোশ্যাল মিডিয়ায় হঠাৎ সোজাসাপ্টা পোস্ট, অভিযোগ। তিনি বরাবরই স্পষ্টবক্তা। প্রত্যেকটা বিষয়েই তাঁর তরফ থেকে স্পষ্ট বার্তা এসেছে। বাদ যায়নি আরজি করের মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের বিষয়টিও। তিনি পথে নেমে প্রতিবাদ করেছেন, সোশ্যাল মিডিয়ায় বারে বারেই ভাগ করে নিয়েছেন আন্দোলনের বিভিন্ন খবর থেকে শুরু করে নিজের প্রতিবাদও। তবে এই পোস্ট আরজি কর সংক্রান্ত নয়। তাঁর নিজের বিষয়েই। হঠাৎ কী হয়েছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra)। 


সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন শ্রীলেখা। সেখানে লেখা, 'আমার ব্যাপারে সাম্প্রতিক কিছু থাকলে পোস্ট করতেই পারেন। কিন্তু ২ বছর পুরনো ছবি যে বা যারা পোস্ট করছো সাম্প্রতিক তোলপাড় ফেলে দেবে এমন কিছু না পেয়ে, তারা সবাই কিন্তু চিহ্নিত হচ্ছো ভাই। আইনি পদক্ষেপ নিচ্ছি।' (অপরিবর্তিত)। এর থেকে বেশি আর কিছু লেখেননি অভিনেত্রী। অনেকেই জানতে চেয়েছেন, নতুন করে অভিনেত্রী কোনও সমস্যায় পড়েছেন কি না? অভিনেত্রী কেন এই ধরণের পোস্ট করেছেন, কী সমস্যায় পড়েছেন তিনি তা জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি লাইভ। 


শ্রীলেখা মিত্র বলছেন, 'আমিই পোস্ট করেছিলাম আমার একটা জন্মদিনের ছবি। ২ বছর আগে। সেখানে আমার হাতে মদের গ্লাস ছিল। আমার জন্মদিন ৩০ অগাস্ট। সেই ছবিটা থেকে 'হ্যাপি বার্থডে'-টা মুছে দিয়ে প্রচার করা হচ্ছে যে আমি বাইরে আন্দোলন করছি আর বাড়িতে বসে মদ খেয়ে ফূর্তি করছি। অশ্লীল কথাও ব্যবহার করা হয়েছে। আমিও একটা মহুয়া মৈত্রের ছবি দিয়ে দিয়েছি। সেখানে লিখেছি, উনি নিশ্চয়ই মদ খাচ্ছেন না। গঙ্গাজল খাচ্ছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্রাব খাচ্ছেন।'


শ্রীলেখা আরও বলছেন, 'আমায় এইই ধরণের আক্রমণের স্বীকার হতে হচ্ছে কারণ আমি অন্যদের মতো, ধরি মাথ না ছুঁই পানি-র মতো কথাবার্তা বলছি না। আমি সরাসরি কথা বলছি। আমার কথাকে তারা ভয় পেয়েছে। আমার পোস্টগুলো লোকে শেয়ার করছে, লোকে বলছে, 'দিদি তুমি সাহস যোগাচ্ছো'... সেই কারণে ওরা ভয় পাচ্ছে। এখানেই সাফল্যটা বোঝা যাচ্ছে। ওরা ভয় পাচ্ছে তাই আমার চরিত্র কালিমালিপ্ত করার চেষ্টা করছে।'



আরও পড়ুন: Sreelekha Mitra on RG Kar: পথকুুকুরের গায়ে লেখা 'We Want Justice', ছবি শেয়ার করে প্রতিবাদে ফুঁসে উঠলেন শ্রীলেখা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।