কলকাতা : ভাদ্রের প্যাচপ্যাচে গরমের মধ্যেই বৃষ্টি কমার ইঙ্গিত। আবহাওয়া দফতর সূত্রের খবর, বুধবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। ভারী বৃষ্টি হবে উত্তরের কিছু জেলায়।  

আবহাওয়া দফতর জানাচ্ছে,  বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের নিম্নচাপ এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। বৃহস্পতিবারের মধ্যে ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহার ,উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের দিকে অবস্থান করবে নিম্নচাপ। এর ফলে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে। তবে এর প্রভাবে বাংলায় বৃষ্টি হওয়ার আশঙ্কা কমই। 


দক্ষিণবঙ্গের আবহাওয়া 


 বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে  মূলত পশ্চিমের জেলাগুলিতে। মাঝারি বৃষ্টির সর্তকতা রয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান , বীরভূম জেলাতে। পশ্চিমের দিকের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলাতে। পরশু শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।


 উত্তরবঙ্গের আবহাওয়া 


বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর দিনাজপুরে।


কলকাতার আবহাওয়া 


কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।  মূলত মেঘলা আকাশ থাকবে কলকাতায় । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। নিম্নচাপের প্রভাবে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবারও।  


আরও পড়ুন, সিভিক ভলান্টিয়ার হয়েও কীভাবে এত দাপট? সঞ্জয়ের নাম জিজ্ঞেস করতেই দৌড় ASI-এর