Sreelekha Mitra: 'কিছুই ভাল লাগছে না.. ক্লান্ত লাগছে', জন্মদিনের আগে কেন এই কঠিন সিদ্ধান্ত নিলেন শ্রীলেখা?

Sreelekha Mitra on RG Kar Issue: ফেসবুকে আজ একটি পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, 'কিছুদিনের জন্য ফেসবুক আনইন্সটল করছি। জন্মদিন, পার্টি, উইশ.. কিছুই আর ভাল লাগছে না'

Continues below advertisement

কলকাতা: সামনেই তাঁর জন্মদিন। তবে তার আগে, কিছুই যেন ভাল লাগছে না অভিনেত্রীর। আরজি কর কাণ্ডের প্রতিবাদে তোলপাড় গোটা কলকাতা। তার আঁচ পড়েছে দেশের বাইরেও। এই পরিস্থিতিতে আন্দোলনের শুরু থেকেই এই বিষয় নিয়ে সরব ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। কেবল অরাজনৈতিক আন্দোলন নয়, বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও পড়েছেন তিনি। আর এবার সামাজিক মাধ্যম থেকে কয়েকদিনের জন্য ছুটি চাইলেন শ্রীলেখা। 

Continues below advertisement

ফেসবুকে আজ একটি পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, 'কিছুদিনের জন্য ফেসবুক আনইন্সটল করছি। জন্মদিন, পার্টি, উইশ.. কিছুই আর ভাল লাগছে না। আমি একজন সংবেদনশীল মানুষ, তারকা নই। এত স্ট্রেস নিতে পারছি না। চারিদিকের অবক্ষয় আমায় ক্লান্ত করছে। এইসব থেকে দূরে আমার দিন কয়েকের ছুটি প্রয়োজন। আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করাই ভাল।'

আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম দিন থেকেই সরব হয়েছিলেন শ্রীলেখা মিত্র। 'রাত দখল' অভিযানেও হেঁটেছিলেন তিনি। এরপরেও বারে বারে শ্রীলেখা রাস্তায় নেমেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন। শাসক দলের সোচ্চার বিরোধিতা করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে বলেও সরব হয়েছিলেন শ্রীলেখা

শ্রীলেখা মিত্রের মদ্য়পান করার একটি ছবি নিয়ে খুব জলঘোলা হয়েছে। এই বিষয়ে শ্রীলেখা বলেছিলেন, 'আমিই পোস্ট করেছিলাম আমার একটা জন্মদিনের ছবি। ২ বছর আগে। সেখানে আমার হাতে মদের গ্লাস ছিল। আমার জন্মদিন ৩০ অগাস্ট। সেই ছবিটা থেকে 'হ্যাপি বার্থডে'-টা মুছে দিয়ে প্রচার করা হচ্ছে যে আমি বাইরে আন্দোলন করছি আর বাড়িতে বসে মদ খেয়ে ফূর্তি করছি। অশ্লীল কথাও ব্যবহার করা হয়েছে। আমিও একটা মহুয়া মৈত্রের ছবি দিয়ে দিয়েছি। সেখানে লিখেছি, উনি নিশ্চয়ই মদ খাচ্ছেন না। গঙ্গাজল খাচ্ছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্রাব খাচ্ছেন।'

শ্রীলেখা আরও বলছেন, 'আমায় এইই ধরণের আক্রমণের স্বীকার হতে হচ্ছে কারণ আমি অন্যদের মতো, ধরি মাথ না ছুঁই পানি-র মতো কথাবার্তা বলছি না। আমি সরাসরি কথা বলছি। আমার কথাকে তারা ভয় পেয়েছে। আমার পোস্টগুলো লোকে শেয়ার করছে, লোকে বলছে, 'দিদি তুমি সাহস যোগাচ্ছো'... সেই কারণে ওরা ভয় পাচ্ছে। এখানেই সাফল্যটা বোঝা যাচ্ছে। ওরা ভয় পাচ্ছে তাই আমার চরিত্র কালিমালিপ্ত করার চেষ্টা করছে।'

আরও পড়ুন: Bengali Serial: নিখোঁজ হবু বধূ পারমিতা, রোহিত আর ফুলকি অংশুর বিয়ে দিতে পারবে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola