কলকাতা: টিআরপি তালিকায় বেশ ওপরের দিকেই থাকে ধারাবাহিক 'ফুলকি' (Phulki)। আর চলতি সপ্তাহের মধ্যেই ধারাবাহিক 'ফুলকি'-তে নতুন মোড়। এখন ধারাবাহিকে দেখানো হচ্ছে বাড়িতে বিয়ের পরিবেশ। বিয়ে হতে চলেছে অংশু আর পারমিতার। কিন্তু সেই বিয়েতেও আসে নানা রকমের সমস্যা। সেই সমস্ত সমস্যার সঙ্গে লড়াই করে, অংশু আর পারমিতার বিয়েটা কী দিতে পারবে রোহিত আর ফুলকি? 


ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে, হৈমন্তী অর্থাৎ জেঠিমা পারমিতাকে লুকিয়ে রেখেছে যাতে পারমিতা আর অংশুর বিয়েটা না হয়। ফুলকির গোটা বিষয়টায় সন্দেহ হয়। সে বিয়ের আসরেই গিয়ে জেঠিমাকে প্রশ্ন করে যে পারমিতাকে তিনি সত্যিই লুকিয়ে রেখেছেন কি না? রাখলে সেটা কোথায়? জেঠিমা এই সমস্ত কথা অস্বীকার করে। হৈমন্তী ফুলকিকে চ্যালেঞ্জ করে পারমিতাকে খুঁজে বের করে এনে এই বিয়েটা দিতে। হৈমন্তীর চ্যালেঞ্জ মেনে নেয় ফুলকি। নায়িকা পাশে পায় রোহিতকে। ফুলকি আর রোহিত দুজনে একসঙ্গে হয়ে কি পারবে পারমিতাকে খুঁজে বের করে আনতে? আদৌ কি পারমিতা আর অংশুর বিয়ে দিতে পারবে ফুলকি আর রোহিত? সেই গল্পই বলবে নতুন ধারাবাহিক।


এই ফুলকি ধারাবাহিকের হাত ধরেই অভিনয় দুনিয়ায় পা রেখেছেন দিব্যাণি মণ্ডল। এই সফরটা নিয়ে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে দিব্যাণি বলেছেন 'অভিনয়টা আমার কাছে এমন একটা বই ছিল যেটা আমি কখনও পড়িনি। একটা মেয়ে যে রোজ কলেজ যেত, সে লাইটস, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় যাচ্ছে। ১৪ ঘণ্টার শিডিউলে ঢুকে যাচ্ছে। সেই সময়টা আমার মধ্যে অনেক রকম আবেগ কাজ করছিল। আমার ১৯ বছর বয়স তখন। প্রথম প্রথম খুব মনে হত, যাঁদের টিভিতে রোজ দেখি, তাঁদের সঙ্গে অভিনয় করব! আস্তে আস্তে সবটা স্বাভাবিক হয়ে গেল। তবে এই সফরটা খুব সহজ ছিল না। প্রথম দিকে রাত জাগা, ভোর ৪টে অবধি শ্যুটিং.. খুব কষ্ট হত। আস্তে আস্তে অভ্যস্ত হয়েছি এই শিডিউলটার সঙ্গে। তবে হ্যাঁ, প্রচুর বকুনি খেয়েছি। শুধু আমি নয়, ধারাবাহিকের সবাই। রাজেনদা বকবে না এটা হতেই পারে না। প্রথম প্রথম খুব ভয় পেতাম রাজেনদাকে... কিন্তু বকুনি না পেলে এই জায়গায় পৌঁছতে পারতাম না।'


 






আরও পড়ুন: Urfi Javed: 'অদ্ভুত' পোশাক থেকে সোশ্যাল মিডিয়া আইকন! উরফি জাভেদের সম্পত্তির মোট পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।