নয়াদিল্লি: বিশ্বচ্যাম্পিয়ন, মতান্তরে বর্তমান বিশ্বের সেরা মহিলা ব্যাটার তিনি। কোটি কোটি তরুণদের কাছে তিনি আইকন। তিনি স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ভারতীয় দলের সহ-অধিনায়ক কাশ্মীর তাঁর এক খুদে অনুরাগীর জন্য এক মিষ্টি বার্তা পাঠান, যা সকলেরই মন জিতে নিয়েছে।
চিত্রনির্মাতা কবীর খান (Kabir Khan) সম্প্রতি কাশ্মীর সফরে গিয়েছিলেন। সেখানেই তিনি নিজের তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেইসব ছবিগুলির মধ্যেই রয়েছে একটি ছোট্ট মেয়ের ব্যাট হাতে ছবি। তাঁর নাম আরু। সেই ছোট্ট বাচ্চাটির কথা বলে কবীর খান লেখেন, 'কাশ্মীরে ক্যামেরা নিয়ে হাঁটলে সবসময়ই অভূতপূর্ব কিছু মুহূর্ত ক্যামেরায় ফ্রেমবন্দি হয়। এই ছোট্ট বাচ্চাটি আরু আমায় স্মৃতি মান্ধানাকে জানাতে বলেছিল যে তিনিই ওর প্রিয় ক্রিকেটার। আশা করছি স্মৃতি এই পোস্টটি যেন দেখতে পান।'
সেই পোস্টটি সৌভাগ্যক্রমে স্মৃতি মান্ধানা অবধি পৌঁছয় এবং স্মৃতি তাতে এক মিষ্টি বার্তা লিখে রিপ্লাইও করেন। তিনি লেখেন, 'দয়া করে খুদে চ্যাম্পিয়ন আরুকে আমার তরফে একবার জড়িয়ে ধরবেন এবং বলবেন আমিও কিন্তু ওর হয়ে গলা ফাটাচ্ছি।'
প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বজয়, বিয়ে ভঙ্গ, চরম সাফল্য এবং চূড়ান্ত হতাশা, বিগত মাসখানেকের মধ্যে মান্ধানা সবটাই চাক্ষুষ করেছেন। এরপরে অবশেষে তিনি আবার ক্রিকেটে ফিরলেন। আজ ভারত বনাম শ্রীলঙ্কার পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচে মাঠে নামছেন মান্ধানা। সেখানেই ভারতীয় তারকা ক্রিকেটারের সামনে ইতিহাস গড়ার সম্ভাবনা রয়েছে।
রবিবাসরীয় এই ম্যাচে স্মৃতি মান্ধানা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে চার হাজার রানের গণ্ডি পার করতে পারেন। মান্ধানা এখনও পর্যন্ত ১৫৩টি আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচ খেলে ১২৩.৯৭ স্ট্রাইক রেট এবং ২৯.৯৩-র গড়ে ৩৯৮২ রান করেছেন। একটি শতরানের পাশাপাশি এই ফর্ম্যাটে জাতীয় দলের জার্সি গায়ে ভারতীয় ওপেনার ৩১টি অর্ধশতরানও হাঁকিয়েছেন। রবিবাসরীয় ম্যাচে বিশাখাপত্তনমে স্মৃতির ব্যাট থেকে আর মাত্র ১৮ রান বেরোলেই তিনি প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে এই ফর্ম্যাটে চার হাজার রানের বিশেষ মাইলফলক স্পর্শ করে ফেলবেন। এবার দেখার স্মৃতি আজই সেই কৃতিত্ব গড়তে পারেন কি না।