কলকাতা: মমতশঙ্করের একটি বক্তব্য, আর তা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। মমতাশঙ্কর সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তিনি তাঁর বাবা বা ছেলেকে দিয়ে স্যানিট্যারি প্যাড আনাতে পারবেন না। সেই আধুনিকতা তাঁর মধ্যে আসেনি। তবে তিনি তাঁর স্বামীকে দিয়ে স্যানিট্যারি প্যাড আনাতে পারেন। এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছেন বর্ষীয়ান শিল্পী। একাধিক নেটিজেনরা তাঁকে উদ্দেশ্যে মন্তব্য করেছেন যে মমতাশঙ্কর প্রাচীনপন্থী কথা বলছেন। আর এবার, এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন শ্রীনন্দা শঙ্কর।
শ্রীনন্দা শঙ্কর সম্পর্কে মমতা শঙ্করের ভাইঝি। মমতা শঙ্কর শ্রীনন্দার পিসি হন। শ্রীনন্দা পেশায় নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। আজ সোশ্যাল মিডিয়ায় শ্রীনন্দা মমতা শঙ্করের নাম না করে এই বক্তব্য নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। শ্রীনন্দা শঙ্কর লিখেছেন, 'বংশগৌরব আর প্রতিভা একজন মানুষকে চেনায় না — তার চিন্তা আর বিশ্বাসই আসল। এখন আর সেই দিন নেই যখন মানুষ একজন অভিনেতাকে তার চরিত্র ভেবে নিত। তারকাদের রাগ-অভিমান এখন পুরনো হয়ে গেছে। আজকের দিনে মানুষ হিসেবে আপনি কেমন, সেটাই আসল। কিন্তু সমস্যা হলো, অনেক তারকাই সময়ের সঙ্গে চলতে শেখেনি, তাই তারা বিরক্ত আর তিক্ত হয়ে পড়ে।' নেটদুনিয়া এই মন্তব্য যে কাকে উদ্দেশ্য করে লেখা, তা বুঝতে দেরি করেনি। প্রত্যেকেই কমেন্টবক্সে নিজেদের মতামত জানিয়েছেন।
মমতা শঙ্কর কেবলমাত্র বাবা ও ছেলেকে দিয়ে প্যাড কিনে আনানো নিয়েই বিতর্কিত মন্তব্য করেননি, তিনি প্যাডের বিজ্ঞাপন নিয়েও আপত্তি জানিয়েছেন। প্যাডে লাল রঙ ঢেলে বিজ্ঞাপন দেখানো নিয়েও তাঁর আপত্তি রয়েছে। শ্রীনন্দা অবশ্য মমতা শঙ্করের নাম করেননি। তবে তিনি পোস্টের শুরুতে লিখেছেন, 'একটা সাধারণ পর্যবেক্ষণ'। তবে সবাই বুঝতে পেরেছেন যে শ্রীনন্দা মমতা শঙ্করের মন্তব্য নিয়েই পোস্টটি করেছেন।
তবে সোশ্যাল মিডিয়ায় এই ধরণের পোস্ট করার কারণে ট্রোলড হয়েছেন শ্রীনন্দা নিজেও। অনেকেই তাঁর বংশ পরম্পরার কথা তুলেছেন। এই বিষয় নিয়ে সদ্যই আরও একটি লম্বা পোস্ট করেন শ্রীনন্দা। যে পোস্টের মূল বক্তব্য, তিনি বংশ পরিচয় ব্যবহার করে পরিচিত হননি। তিনি তাঁর নিজের গুণেই তিনি দর্শকদের কাছ থেকে ভালবাসা পেয়েছেন। ফলে তাঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করলেও তাঁর কিছু আসে যায় না।