মুম্বই: দেখতে দেখতে চার বছর হয়ে গেল প্রয়াত হয়েছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী (Sridevi)। চার বছর আগে আজকের দিনেই দুর্ঘটনাবশত জলে ডুবে মৃত্যু হয় তাঁর। রেখে গিয়েছেন দুই কন্যা জাহ্নবী ও খুশি কপূর এবং স্বামী বনি কপূরকে। মা চলে গিয়েছেন অকালেই। মায়ের মৃত্যুবার্ষিকীতে (Sridevi Death Anniversary) আবেগপ্রবণ বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন জাহ্নবী। যাতে ফুটে উঠল বেদনা।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শ্রীদেবীর সঙ্গে ছোটবেলার ছবি পোস্ট করেছেন জাহ্নবী কপূর। মায়ের সঙ্গে ছোটবেলার ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'তোমাকে ছাড়া নয়, তোমার সঙ্গেই আমি বহু বছর কাটাব। কিন্তু আমি সেইসব দিনগুলোকে ঘৃণা করি, যেগুলো তোমাকে ছাড়া কাটাব। ঘৃণা হয় আমার জীবনে আরও একটা বছর যোগ হল তোমাকে ছাড়া। আশা করি মা তোমাকে আমরা গর্বিত করতে থাকব। কারণ, এখন এটাই একমাত্র করণীয়। অনেক ভালোবাসি তোমায়।' জাহ্নবী কপূরের এমন পোস্টে চোখে জল নেট নাগরিকদের।
আরও পড়ুন - Russia-Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে সরকারের কাছে বিশেষ আর্জি সোনু সুদের
প্রসঙ্গত, ২০১৮ সালে আজকের দিনেই প্রয়াত হন শ্রীদেবী। জানা যায়, মৃত্যুর কয়েকদিন আগেই তিনি পরিবারের অন্যান্যদের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে ভাগ্নের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানেই বড় মেয়ে জাহ্নবীর জন্মদিনের কেনাকাটা করার জন্য আরও কয়েকদিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। সে সময় সেখানে ছিলেন না বনি কপূর। তিনি লখনঔয়ে একটি মিটিং সেরে স্ত্রীকে অবাক করে দেওয়ার জন্য আচমকাই দুবাইয়ে হাজির হন। বনি কপূর যাওয়ার পর দুজনে বেশ কিছুক্ষণ গল্প করে কোথাও বেরনোর জন্য তৈরি হতে থাকেন। শ্রীদেবী তৈরি হওয়ার জন্য স্নান করতে যান। কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও তিনি বাইরে না আসায় তাঁকে ডাকাডাকি করতে থাকেন বনি। সারা না মেলায় বাথরুমে গিয়ে শ্রীদেবীকে দেখতে পান। সঙ্গে সঙ্গে ডাক্তারকে খবর দেওয়া হলে ডাক্তার অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা করেন। অভিনেতা সঞ্জয় কপূর জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন শ্রীদেবী।