মুম্বই: এতদিন শোনা যাচ্ছিল, শ্রীদেবীর মেয়ে জাহ্নবী ইউপিএ আমলে মন্ত্রী থাকা সুশীলকুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন। কিন্তু এখনকার খবর, পাহাড়িয়া অতীত, তিনি এখন প্রেম করছেন অক্ষত রঞ্জনের সঙ্গে। শ্রীদেবীরও মেয়ের প্রেম কাহিনি নিয়ে আগের আপত্তি অনেকটাই কমেছে, মেয়ের বয়ফ্রেন্ডের সঙ্গে ছবিও তুলছেন তিনি! সঙ্গে রয়েছেন জাহ্নবীর বাবা বনি কপূরও।



শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী ও খুশির মধ্যে জাহ্নবী বড়। যে কোনও দিন বলিউডে নাম লেখাতে পারেন। তবে ছবি ঠিক হওয়ার আগেই তাঁর লাভ লাইফ এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক।

এতদিন শোনা যাচ্ছিল, অক্ষত রঞ্জনকে শ্রীদেবী বা বনি- কেউই পছন্দ করেন না। কিন্তু দেখা যাচ্ছে, তাঁদের মন গলাতে অনেকটাই সক্ষম হয়েছেন তিনি।