দেখুন: ভিডিও কাপের কফিতে শ্রীদেবীর মুখ এঁকে অভিনব শ্রদ্ধার্ঘ্য ইস্তানবুলের কফি-মেকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Mar 2018 12:06 PM (IST)
নয়াদিল্লি: কিছুদিন আগেই অকালে প্রয়াত হয়েছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। অনুরাগীরা নিজেদের মতো করে শ্রদ্ধা জানাচ্ছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে। এমনই একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করলেন বলিউড অভিনেতা অনুপম খের। ভিডিওতে এক কফি মেকারকে কাপে কফি ঢেলে শ্রীদেবীর ছবি আঁকতে দেখা গিয়েছে। ভিডিও-র সঙ্গে ক্যাপশনে অনুপম লিখেছেন, ইস্তানবুলের কোনও একটি জায়গায় কফি মেকার এভাবে শ্রীদেবীকে শ্রদ্ধা জানিয়েছেন। ভিডিওতে নিঃসন্দেহে দর্শকদের মুগ্ধ করবে। দক্ষ হাতে তুলির টানে ফুটে উঠছে শ্রীদেবীর অসাধারণ সুন্দর ছবি। শ্রীদেবীর সঙ্গে 'চালবাজ', 'লমহে', 'কর্মা', 'নাকাবন্দী', 'গুমরাহ', 'রূপ কি রানি চোরোঁ কি রাজা', 'চাঁদনি' ও 'নিগাহেঁ'-র মতো সিনেমায় অভিনয় করেছেন অনুপম। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি দুবাইতে শ্রীদেবীর মৃত্যু হয়। ২৮ ফেব্রুয়ারি মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হয়। চোখের জলে অগনিত অনুরাগী চির বিদায় জানান জনপ্রিয় অভিনেত্রীকে।