জানা গিয়েছে, নিসার চেক পোস্টের পাশে ঘটে এই বিস্ফোরণ, ঠিক তার পাশে তবলিঘি জামাতের কেন্দ্র। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি ঘটায় এক কিশোর, সে এসেছিল মোটর সাইকেলে। ঘটনাস্থলে তখন অন্তত ১৪ জন পুলিশকর্মী ছিলেন। পুলিশকর্মীদেরই নিশানা করে সে।
বিস্ফোরণটি এত শক্তিশালী ছিল যে ঘটনাস্থল থেকে বেশ কয়েক কিলোমিটার দূরেও প্রচণ্ড শব্দ পাওয়া যায়। দেখা যায় বিশাল আগুনের গোলা। তেহরিক ই তালিবান পাকিস্তান বিস্ফোরণের দায় স্বীকার করেছে।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনার নিন্দা করেছেন।
[embed]https://twitter.com/CMShehbaz/status/973975924516540416?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Fworld-news%2Fsuicide-blast-near-nawaz-sharifs-residence-in-pakistans-lahore-many-killed-809508&tfw_creator=abc&tfw_site=http%3A%2F%2Fabpnews.abplive.in[/embed]
গত বছর লাহোরে একের পর এক বিস্ফোরণ হয়, প্রাণ হারান ৬০-এর বেশি মানুষ। এ বছর লাহোরে এটাই প্রথম বিস্ফোরণ।