মুম্বই: মা বলিউডে আশির দশকের শিহরণ তোলা অভিনেত্রী। শ্রীদেবীর শরীরী হিল্লোলে একপ্রকার পাগল ছিল তামাম বলিউড থেকে স্ক্রিনের বাইরে থাকা শ্রীদেবীর বহু ভক্ত। কিন্তু সেই শ্রীদেবীই তাঁর মেয়ের বিষয় আর পাঁচটা সাধারণ মায়ের মতোই অত্যন্ত রক্ষণশীল।
শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী আগামী বছরই হয়তো পা রাখবেন বলিউডে। বিভিন্ন সময় খোলামেলা পোশাকেও দেখা গেছে জাহ্নবীকে। কিন্তু সেই জাহ্নবীরই যখন রাজবীতিবিদ সুশীল কুমার শিন্দের নাতি শিখর পাহারিয়ার সঙ্গে ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়ে যায়, তখন একইরকমভাবে মেয়ের বিষয় অতিরিক্ত রক্ষণশীল হয়ে ওঠেন মা শ্রীদেবী। শ্রীদেবী চান মেয়ে বলিউডে শুধু মন দিয়ে কাজটাই করুক। আর অন্য কোনও স্ক্যান্ডালে তাঁর মেয়ের নাম জড়িয়ে যাক চান না মা।তাই শোনা যায় মেয়েকে সেভাবে কোনও পুরুষবন্ধুর সঙ্গে মিশতেও দেন না শ্রীদেবী।
সূত্রের খবর জাহ্নবীকে শিখর চুম্বন করছেন এই ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেলে, তা নিয়ে বহু চর্চা হয়। কিন্তু
শ্রীদেবী শুরু থেকেই চেয়েছেন, তাঁর মেয়ের একটি বিষয় চর্চায় থাকুক, তা হল কাজ। তাই প্রেমে গদগদ জাহ্নবীকে মা শ্রীদেবীর নির্দেশ এই সম্পর্কে এখনই ইতি টানতে হবে।
চুম্বনের ছবি ভাইরাল, তাই মেয়েকে সম্পর্ক ভেঙে দেওয়ার নির্দেশ রক্ষণশীল মা শ্রীদেবীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Nov 2016 11:36 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -