শ্রীদেবীর মৃত্যুর পর নীরবতা ভেঙে মুখ খুলতে চলেছেন বোন শ্রীলতা, দাবি সূত্রের
Web Desk, ABP Ananda
Updated at:
28 Feb 2018 04:28 PM (IST)
।
NEXT
PREV
নয়াদিল্লি: কী বলতে পারেন শ্রীদেবীর বোন শ্রীলতা? জল্পনা তুঙ্গে। প্রয়াত বলিউড অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা উপচে পড়ছে গতকাল রাতে তাঁর দেহ দুবাই থেকে মুম্বই ফিরিয়ে আনার পর থেকে । শোকস্তব্ধ তাঁর অসংখ্য অনুরাগী। বলিউড রাস্তায় নেমেছে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে। কিন্তু এ যাবত্ কোনও প্রতিক্রিয়া মেলেনি শ্রীদেবীর এই আপন বোনের, যাঁর সঙ্গে একটা সময় তাঁর সম্পর্ক বিষিয়ে উঠেছিল বলে শোনা যায়। তাঁর নীরবতা ঘিরে কৌতূহল যখন চরমে, তখনই একটি সূত্রের দাবি, ৪৮ ঘন্টার মধ্যেই শ্রীলতা নীরবতা ভেঙে বোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন।
দুই বোনের মধ্যে দেওয়াল গড়ে উঠেছিল দু দশক আগে। সম্পত্তি নিয়ে আইনি লড়াইয়ে নেমেছিলেন দুজনে। দুজনের মুখ দেখাদেখিও নাকি বন্ধ ছিল। কিন্তু শ্রীদেবীর স্বামী বনি কপূর নিজে উদ্যোগ নেন দুজনের ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর। দুই বোন সংঘাত থামিয়ে সম্পর্ক স্বাভাবিক করে নেন। তারপর থেকে শ্রীদেবীর মায়ের মৃত্যুর পর শ্রীলতাই তাঁর পাশে থাকতেন। শ্রীদেবীর পেশাগত জীবনেও নাকি তাঁর বড় ভূমিকা ছিল। ২০১৩-য় একটি মিডিয়া রিপোর্টে বলা হয়, শ্রীলতার অবদানের কথা শ্রীদেবী তাঁর এক বন্ধুর কাছে কবুল করে বলেন, বোন ছাড়া আমার জীবন সম্পূর্ণ হতে পারত না।
শ্রীদেবীর মৃত্যুর পর যে পরপর নাটকীয়, বিস্ফোরক তথ্য সামনে এসেছে, সে ব্যাপারে কি কিছু নতুন চমকে দেওয়া খবর দিতে পারেন শ্রীলতা, সেই জল্পনা চলছে তাঁর মুখ খোলার সম্ভাবনা জানাজানি হওয়ার পর। মোহিত মারওয়ার বিয়ের পর দুবাইয়ে আরও কিছু দিন থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শ্রীদেবী। মেয়ে খুশি কপূরকে নিয়ে মুম্বই ফিরে আসেন স্বামী বনি কপূর। তারপরই বিনা মেঘে বজ্রপাতের মতো খবর এল আরব সাগরের ওপার থেকে, আর নেই শ্রীদেবী। জুমেইরা এমিরেটাস টাওয়ার্স হোটেলের ঘরে মৃত পাওয়া গিয়েছে তাঁকে। প্রথমে কার্ডিয়াক অ্যারেস্ট মৃত্যুর কারণ হিসাবে বলা হলেও অটোপসিতে জানা যায়, পড়ে গিয়ে বাথটবে ডুবে মারা গিয়েছেন অভিনেত্রী। শরীরে অ্যালকোহল থাকার প্রমাণ মিলেছে। তিনি বাথটবে অচৈতন্য হয়ে পড়েছিলেন। সেভাবেই মৃত্যু। হাজারো প্রশ্ন উঠতে থাকে। বনির ফিরে আসা, স্ত্রীকে সারপ্রাইজ দিতে ফের দুবাই যাওয়া, সেখানে গিয়ে এক অপ্রত্যাশিত বিপর্যয়ের মধ্যে পড়া, তাঁকে দুবাই পুলিশের জেরা, শ্রীদেবীর মরদেহ ছাড়তে দেরি- সব মিলিয়ে রহস্যের ইঙ্গিত উঠে আসতে থাকে। শেষ পর্যন্ত অবশ্য সন্দেহমুক্ত হয়ে তাঁকে ছেড়ে দেয় দুবাই পুলিশ। দেশে ফেরে শ্রীদেবীর দেহ। কিন্তু তারপরও কি বাকি রয়েছে আরও কিছু অজানা তথ্যের জনসমক্ষে আসা, যা দিতে পারেন শ্রীলতা?
নয়াদিল্লি: কী বলতে পারেন শ্রীদেবীর বোন শ্রীলতা? জল্পনা তুঙ্গে। প্রয়াত বলিউড অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা উপচে পড়ছে গতকাল রাতে তাঁর দেহ দুবাই থেকে মুম্বই ফিরিয়ে আনার পর থেকে । শোকস্তব্ধ তাঁর অসংখ্য অনুরাগী। বলিউড রাস্তায় নেমেছে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে। কিন্তু এ যাবত্ কোনও প্রতিক্রিয়া মেলেনি শ্রীদেবীর এই আপন বোনের, যাঁর সঙ্গে একটা সময় তাঁর সম্পর্ক বিষিয়ে উঠেছিল বলে শোনা যায়। তাঁর নীরবতা ঘিরে কৌতূহল যখন চরমে, তখনই একটি সূত্রের দাবি, ৪৮ ঘন্টার মধ্যেই শ্রীলতা নীরবতা ভেঙে বোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন।
দুই বোনের মধ্যে দেওয়াল গড়ে উঠেছিল দু দশক আগে। সম্পত্তি নিয়ে আইনি লড়াইয়ে নেমেছিলেন দুজনে। দুজনের মুখ দেখাদেখিও নাকি বন্ধ ছিল। কিন্তু শ্রীদেবীর স্বামী বনি কপূর নিজে উদ্যোগ নেন দুজনের ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর। দুই বোন সংঘাত থামিয়ে সম্পর্ক স্বাভাবিক করে নেন। তারপর থেকে শ্রীদেবীর মায়ের মৃত্যুর পর শ্রীলতাই তাঁর পাশে থাকতেন। শ্রীদেবীর পেশাগত জীবনেও নাকি তাঁর বড় ভূমিকা ছিল। ২০১৩-য় একটি মিডিয়া রিপোর্টে বলা হয়, শ্রীলতার অবদানের কথা শ্রীদেবী তাঁর এক বন্ধুর কাছে কবুল করে বলেন, বোন ছাড়া আমার জীবন সম্পূর্ণ হতে পারত না।
শ্রীদেবীর মৃত্যুর পর যে পরপর নাটকীয়, বিস্ফোরক তথ্য সামনে এসেছে, সে ব্যাপারে কি কিছু নতুন চমকে দেওয়া খবর দিতে পারেন শ্রীলতা, সেই জল্পনা চলছে তাঁর মুখ খোলার সম্ভাবনা জানাজানি হওয়ার পর। মোহিত মারওয়ার বিয়ের পর দুবাইয়ে আরও কিছু দিন থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শ্রীদেবী। মেয়ে খুশি কপূরকে নিয়ে মুম্বই ফিরে আসেন স্বামী বনি কপূর। তারপরই বিনা মেঘে বজ্রপাতের মতো খবর এল আরব সাগরের ওপার থেকে, আর নেই শ্রীদেবী। জুমেইরা এমিরেটাস টাওয়ার্স হোটেলের ঘরে মৃত পাওয়া গিয়েছে তাঁকে। প্রথমে কার্ডিয়াক অ্যারেস্ট মৃত্যুর কারণ হিসাবে বলা হলেও অটোপসিতে জানা যায়, পড়ে গিয়ে বাথটবে ডুবে মারা গিয়েছেন অভিনেত্রী। শরীরে অ্যালকোহল থাকার প্রমাণ মিলেছে। তিনি বাথটবে অচৈতন্য হয়ে পড়েছিলেন। সেভাবেই মৃত্যু। হাজারো প্রশ্ন উঠতে থাকে। বনির ফিরে আসা, স্ত্রীকে সারপ্রাইজ দিতে ফের দুবাই যাওয়া, সেখানে গিয়ে এক অপ্রত্যাশিত বিপর্যয়ের মধ্যে পড়া, তাঁকে দুবাই পুলিশের জেরা, শ্রীদেবীর মরদেহ ছাড়তে দেরি- সব মিলিয়ে রহস্যের ইঙ্গিত উঠে আসতে থাকে। শেষ পর্যন্ত অবশ্য সন্দেহমুক্ত হয়ে তাঁকে ছেড়ে দেয় দুবাই পুলিশ। দেশে ফেরে শ্রীদেবীর দেহ। কিন্তু তারপরও কি বাকি রয়েছে আরও কিছু অজানা তথ্যের জনসমক্ষে আসা, যা দিতে পারেন শ্রীলতা?
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -