কলকাতা: চোখের পলকে কেটে গেল একবছর। গত বছর এই দিনেই বিয়ে করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং বাংলাদেশের সমাজ কর্মী রফিয়াৎ রশিদ মিথিলা। জাঁকজমক করে নয়। বরং ঘরোয়া অনুষ্ঠানে কাগজে সই করে বিয়ে সারেন তাঁরা।

এদিন সকালে ফেসবুকে ছবি পোস্ট করে ' পার্টনার' কে শুভেচ্ছা জানিয়েছেন মিথিলা। এর মধ্যে এক বছর কেটে গেল। অ্যাডভেঞ্চার চলুক। শুভেচ্ছা রইল পর্টনার। মিথিলার এই পোস্ট শেয়ার করেছেন সৃজিত। দুইপার বাংলার শিল্পীরা শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। একইসঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের অনুরাগীরা। শুভেচ্ছাবার্তায় উপচে পড়ছে কমেন্ট বক্স।



ওই পোস্টে বিয়ের দিনের ছবিও রেখেছেন মিথিলা। লাল ঢাকাই শাড়িতে সেজেছিলেন তিনি। সৃজিত পরেছিলেন কালো পাঞ্জাবি সঙ্গে জহর কোট। অনুষ্ঠানে উপস্থিত ছিল মেয়ে আইরা। এই বছর স্বভূমিতে রিসেপশনের আয়োজন করা হয়েছিল। চাঁদের হাট বসেছিল সেখানে। বিয়ের এক বছরে মেয়েকে নিয়ে তাঁরা ছুটি কাটাচ্ছেন সুন্দরবনে।