কলকাতা: কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কয়লা পাচারের জন্য ব্যবহার করা হত ১০ টাকার নোট।


এই নোট দেওয়া হত ট্রাক চালকদের। নোটের ইউনিক নম্বর দেখে কয়লা পাচারের সময় নির্দিষ্ট ট্রাকটিকে আটকাত না পুলিশ। দাবি সিবিআইয়ের।


কীভাবে কয়লা পাচারের সিন্ডিকেট কাজ করত, কারা এই সিন্ডিকেটে যুক্ত ছিল, কোন কোন পুলিশ কর্মীদের সঙ্গে এই পাচারকারীদের যোগসাজশ ছিল, খতিয়ে দেখছে সিবিআই।


কয়েকজন ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য মিলেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।


এর আগে, গতকাল কয়লা কাণ্ডের তদন্তে ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার বাড়ি ও অফিসে একাধিকবার তল্লাশি চালিয়েছে সিবিআই। কোনওবারই তাঁর দেখা মেলেনি।


কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে সোমবার বেলা ১১টায় হাজির হওয়ার জন্য লালাকে নোটিস পাঠাল সিবিআই। লালার পুরুলিয়ার বাড়িতে ওই নোটিস পাঠানো হয়েছে।


সিবিআই সূত্রে দাবি, কয়লার বেআইনি কারবার চলে সিন্ডিকেটের মাধ্যমে। সেই সিন্ডিকেটের মাথায় রয়েছেন লালা। অভিযোগ, লালার সঙ্গে বেশ কয়েকজন প্রভাবশালীরও যোগাযোগ ছিল।


সেই কারণেই লালাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে চায় বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। শনিবার লালার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সেই সময় থেকেই লালা পলাতক। তাঁর খোঁজ মিলছে না।


কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এবার বেআইনি কয়লা কারবারের তদন্ত চালাতে আসানসোলে ঘাঁটি গাড়বে সিবিআই।