কলকাতা: কলেজ জীবন, প্রেম আর সম্পর্কের টানাপোড়েন.. গোয়েন্দা আর রহস্যগল্পের মোড়ক ছেড়ে বেরিয়ে একটা নিছক প্রেমের গল্প বলতে চেয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। সেই গল্প বলা শেষ, এখন দর্শকদের অপেক্ষা সেই গল্প শোনার। 'এক্স ইক্যুয়াল্টু প্রেম' (X=Prem)। নতুন মুখেদের বাজি রেখে সৃজিতের নতুন এই ছবি মুক্তি পাচ্ছে ৩ জুন। 


'এক্স ইক্যুয়াল্টু প্রেম'-এর চিত্রনাট্য লেখার সময় সৃজিত মুখোপাধ্যায়ের ওপর নিজের কলেজজীবন কতটা প্রভাব বিস্তার করেছিল? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে সৃজিত বলছেন, 'পঁচানব্বই শতাংশ। এই ছবিতে দেখানো বেশিরভাগ ঘটনাই সত্য়ি। কিছুটা আমার নিজের জীবনের, কিছু আমার বন্ধুবান্ধবদের জীবনের। কলেজ জীবনে আমি মোটেই শান্ত-বাধ্য ছেলে ছিলাম না। যেমন বেশিরভাগ ছেলেই থাকে.. আড্ডা, খেলাধুলো, প্রেম। আমার ছিল ক্যান্টিন অনার্স (Canteen Honours) আর পাস সাবজেক্ট ক্রিকেট (Pass Subject Cricket)।'


আরও পড়ুন: Pallabi Dey Death: ১৯ হাজার টাকা বেতনের চাকরিতে অডি! পল্লবীর টাকাতেই ঠাটবাট সাগ্নিকের! অভিযোগ পরিবারের


কলেজে কখনও প্রেম-প্রস্তাব পেয়েছেন সৃজিত? একগাল হাসি নিয়ে সৃজিত বললেন, 'বহুবার। প্রেম প্রস্তাব পেয়েছি, দিয়েওছি। প্রত্যাখ্যাত হয়ে দেবদাসও হয়েছি। একটা ঘটনার কথা মনে আছে। কলেজে একটি মেয়েকে প্রপোজ করেছিলাম আমি। সেটা ছিল শুক্রবার। মেয়েটি ভাবার জন্য ২ দিন সময় চেয়ে নেয়। তার পরের দিনই আমায় অন্য একটি মেয়ে প্রেম প্রস্তাব দেয়। সে এমন করেই আমায় বোঝায় যে আমি তার সঙ্গেই প্রেম করার সিদ্ধান্ত নিই। ২ দিন পরে যে মেয়েটিকে প্রেম প্রস্তাব দিয়েছিলাম সে জানায় সে আমার সঙ্গে প্রেম করতে রাজি। আমায় তখন বাধ্য় হয়ে বলতে হয় আমি অন্য আরেকজনের প্রস্তাবে সম্মতি দিয়েছি। এমন অদ্ভূত গন্ডোগোল হয়েছিল একবার।'


খিলাৎ বন্দ্যোপাধ্যায়, জয়ী চৌধুরী, অর্ণব দত্ত ও অদিতি দত্তের জীবনের ওঠাপড়ার গল্পই বলবে সৃজিতের নতুন ছবি। মুখ্য দুটি ভূমিকায় অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত ও শ্রুতি দাস। এছাড়াও এই ছবিতে রয়েছেন মধুরিমা বসাক ও অর্জুন চক্রবর্তী। ছবির সুরের দায়িত্বেরও সিংহভাগ অংশে রয়েছে নতুনরা।