কলকাতা: বলিউডের একছত্র সাম্রাজ্যে ধীরে ধীরে থাবা বসাচ্ছে দক্ষিণী ছবি। 'বাহুবলী' থেকে শুরু করে 'পুষ্পা, দ্য রাইস' হলে দর্শক টানতে দক্ষিণী ছবিরা কড়া টক্কর দিচ্ছে বলিউডকে। আর বাংলা ছবি? করোনা পরিস্থিতির পরে হলে 'পুষ্পা' বা 'স্পাইডারম্যান' দেখতে দর্শকদের ভীড় দেখে আশার আলো দেখেছিলেন অনেক পরিচালক প্রযোজকই। এই বছরের প্রায় গোটাটা জুড়েই একের পর এক বাংলা ছবি মুক্তি পাবে। বাংলা ছবির প্রতিযোগীতা ঠিক কোথায়? কাদের সঙ্গে? কী বলছেন বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)?
বাংলা ছবিতে বিনিয়োগ
কেবল বাংলা নয়, বলিউডেও ছবি পরিচালনা করছেন সৃজিত। হিন্দির সঙ্গে বাংলা ছবি টক্কর দিতে পারবে? এবিপি লাইভকে সৃজিত বলছেন, 'বাংলা ছবির সঙ্গে কোনও লড়াই নেই। কারণ লড়াই হয় সমানে সমানে। বাংলা ছবি বাজেট, প্রযুক্তি সবদিক থেকেই অনেক পিছিয়ে। আমাদের ব্যবসা, বিনিয়োগ যতদিন না বাড়ছে, যতদিন না প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়ছে, লড়াই শব্দটা ব্যবহারই করা উচিত নয়। আমাদের সবার আগে পাগলের মতো প্রেক্ষাগৃহ বাড়ানো উচিত। আমাদের প্রেক্ষাগৃহ কম, শো-এর সংখ্যা কম আর তাই স্বল্পসংখ্যক শো নিয়েই আমরা মারামারি করি। যতদিন না হলের সংখ্যা বাড়ছে এই রেশারেশিটা চলতে থাকবে। সবকিছুরই মূলে হলে অত্যন্ত কম প্রেক্ষাগৃহের সংখ্যা। শেষ ১০ বছরে কতগুলো প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেল, আমরা ছবিটা দেখাব কোথায়!
আরও পড়ুন: কবিতা লিখেছেন দীপিকা পাড়ুকোন, সঙ্গে দিলেন বিশেষ বার্তা
নতুন ছবি ও সৃজিত
সামনেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন বাংলা ছবি 'X=প্রেম'। খিলাৎ বন্দ্যোপাধ্যায়, জয়ী চৌধুরী, অর্ণব দত্ত ও অদিতি দত্তের জীবনের ওঠাপড়ার গল্পই বলবে সৃজিতের নতুন ছবি। মুখ্য দুটি ভূমিকায় অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত ও শ্রুতি দাস। এছাড়াও এই ছবিতে রয়েছেন মধুরিমা বসাক ও অর্জুন চক্রবর্তী। ছবির সুরের দায়িত্বেরও সিংহভাগ অংশে রয়েছে নতুনরা। সৃজিতের মতে, কলেজ প্রেমের গল্প বলতে নতুন মুখেদেরই দরকার ছিল। যাঁরা বহুদিন আগে কলেজ জীবন পেরিয়ে এসেছেন, এই চিত্রনাট্যে তাঁদের কাস্ট করলে মানাত না। তাঁর থেকে নতুন মুখেরা দর্শকদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবেন বলেই আশা সৃজিতের। তাঁর কথায়, 'আমার ছবি নতুনদের কাছ থেকে যৌবন শুষে নিয়ে চিরনতুন থাকে।'