কলকাতা: সামনেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) নতুন ছবি 'কিলবিল সোস্যাইটি' (Killbill Sociaty)। 'হেমলক সোস্যাইটি' মুক্তির দীর্ঘদিন পরে সৃজিত ফিরছেন এই ছবির সিক্যুয়াল নিয়ে। কিন্ত কেন এত বছরের দেরি? সেই উত্তর দিতে গিয়ে সৃজিত জানিয়েছিলেন, তিনি নাকি মন মতো গল্প পাচ্ছেন না। আর সেই কারণেই এই বিলম্ব। অবশেষে সৃজিতকে সাহায্য করলেন স্বয়ং অ্যাঞ্জেলিনা জোলি (Angelina Jolie)। তাঁর জীবন থেকে অনুপ্রাণিত হয়েই সৃজিতের এই 'কিলবিল সোস্যাইটি'-কে আনার পরিকল্পনা।


সৃজিতের গল্পে কৌশানী মুখোপাধ্যায়ের চরিত্র একজন আত্মহত্যাপ্রবণ মেয়ের। মৃত্যুঞ্জয় করের চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সৃজিত একটি সোস্যাইটি বা সংস্থার কথা তুলে ধরেছেন, যেখানে কেউ আত্মহত্যা করতে চাইলে, তাঁকে খুন করার সুপারি নেওয়া হয়। অর্থাৎ পয়সার বিনিময়ে যে আত্মহত্যা করতে চায়, তাকে খুন করা হয়! আর এই ধারণার পিছনেই হাত রয়েছে অ্যাঞ্জেলিনা জোলির। একটি সাক্ষাৎকারে একবার অ্যাঞ্জেলিনা জোলি বলেছিলেন, মাত্র ২২ বছর বয়সে, তিনি নাকি মৃত্যুবরণ করতে চেয়েছিলেন। আত্মহত্যা। তাঁর মনে হয়েছিল, জীবনের সব শেষ হয়ে গিয়েছে। কিন্তু তিনি ভয় পেয়েছিলেন পরিবারের। পরিবারের মানুষের কাছে তিনি এই তথ্য প্রতিস্থাপন করতে চাননি যে তিনি আত্মহত্যা করছেন। ভেবে ভেবে তিনি একটি বুদ্ধি বের করেছিলেন।


কী সেই বুদ্ধি? অ্যাঞ্জেলিনা একজন ভাড়াটে খুনির কাছে যান। তাঁকে গোটা ঘটনাটা বলে অ্যাঞ্জেলিনা বলে, পয়সার বদলে তাঁকে খুন করতে। বিষয়টা এমনই দেখাবে যেন আত্মহত্যা নয়, খুন হয়েছেন অ্যাঞ্জেলিনা। তবে অভিনেত্রী জানিয়েছিলেন, সেই লোকটি নাকি যথেষ্ট ভদ্র ছিলেন। অ্যাঞ্জেলিনার কথায় তিনি রাজি হন না। বলেন, আরও ২ মাস তাঁকে ভেবে দেখতে। তিনি আদৌ মরতে চান কি না। যদি ২ মাস পরেও অ্যাঞ্জেলিনা তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন, তাহলে, তিনি যেন ওই ভাড়াটে খুনিকে ফোন করেন। ২ মাসে সিদ্ধান্ত বদলে গিয়েছিল অ্যাঞ্জেলিনার। তিনি মরতে চাননি। বাকিটা ইতিহাস। এই গল্পই ছুঁয়ে গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়কে। এই গল্প থেকেই 'কিলবিল সোস্যাইটি'-র জন্ম। ছবিটি দেখার অপেক্ষায় সৃজিতের সমস্ত অনুরাগীরা।