কলকাতা: মুশকান জুবেরী, আর তার হোটেল, রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি। সৃজিতের নতুন ওয়েব সিরিজের সদ্য মুক্তি পাওয়া প্রায় আড়াই মিনিটের ট্রেলারের পরতে পরতে রহস্য, খুন আর রক্তের গন্ধ।


ফের একবার ওয়েবসিরিজের পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়। আজ হইচই-তে মুক্তি পেল পরিচালকের নতুন ওয়েবসিরিজ 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'-র ট্রেলার। এই ছবিতে প্রথমবার সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা উপন্যাসের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য।


আজমেরী হক বাঁধন ছাড়াও এই সিরিজে রয়েছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য্য, অনির্বাণ চক্রবর্তী, অঞ্জন দত্ত ও অন্যান্যরা। ট্রেলারে নজর কেড়েছে আতর আলির ভূমিকায় অনির্বানের অন্য স্বাদের অভিনয়। সেইসঙ্গে নিরুপম চন্দের ভূমিকায় রাহুল বোসের পরিণত অথচ ঠাণ্ডা অভিব্যক্তি যে রহস্যকে আরও জমাট করে তুলেছে। জনপ্রিয় 'একেনবাবু'-কে দর্শকরা এই ওয়েবসিরিজে পাবেন এক দুঁদে পুলিশ অফিসারের ভূমিকায়। নজর কেড়েছেন অঞ্জন দত্তও। শেষমেষ, ট্রেলারের গোটাটা জুড়ে রইল মুশকান জুবেরী ওরফে বাঁধন। রহস্যময়ী এই নারী কি আদৌ মানুষ? ট্রেলারেই হাড়হিম করা উত্তর শোনা গেল মুশকানের গলায় 'আমি রক্তচোষা ডাইনি'। রহস্যের জাল খুলবে ১৩ অগাস্ট। 'হইচই'-তে ওইদিনই মুক্তি পাচ্ছে 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'


আপাতত নতুন ছবি 'এক্স=প্রেম' এর কাজ নিয়ে ব্যস্ত সৃজিত। শেষ করে ফেলেছেন শ্যুটিং ও।  রহস্য রোমাঞ্চ ধাঁচ ছেড়ে পর্দায় প্রেমের গল্প বুনতে প্রস্তুত পরিচালক। সৃজিত বলছেন, 'অনেকদিন ধরেই দর্শকরা অনুরোধ করেছিলেন আমার পরিচালিত কোনও প্রেমের ছবি দেখার। সেইজন্যই 'এক্স=প্রেম' করার সিদ্ধান্ত নিই। একেবারে কলেজ জীবনের প্রেমের গল্পই বলবে এই ছবি। ছবির বিষয়টা খুব পরিচিত হলেও অন্য সমস্ত ছবির গল্পের চেয়ে একেবারে অন্য ধারার। আর এই ছবিতে যাঁরা কাজ করছেন প্রত্যেকেই নতুন আর অসম্ভব গুণী। এঁদের মধ্যে দুজনের ডেবিউ এই ছবির হাত ধরেই। নতুন শিল্পীদের সঙ্গে কাজ করতে সবসময় একটা আলাদা ভালোলাগা কাজ করে।'