কলকাতা: একই দিনে গুরুপূর্ণিমা আর মহানায়কের মৃত্যুদিন। সোশ্যাল মিডিয়ায় উত্তমকুমারের সঙ্গে নিজেদের ছোট ছোট অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা। কেউ বা কেবল শ্রদ্ধা জানালেন। কেবল ভার্চুয়াল নয়, টলিগঞ্জে মহানায়কের মূর্তিতে মালা পরিয়ে স্মরণ করা হয় বাংলা ছবির কিংবদন্তিকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মহানায়ক নয়, কালো কোট পরা নিজের পুরনো একটি ছবি ভাগ করেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তবে তাঁর লেখা লম্বা ক্যাপশানে লুকিয়ে রইল একটা গল্প।


ভাস্বর লিখছেন, 'জানেন, কেন আজ এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলাম? আমি যখন 'জন্মভূমি' ধারাবাহিকে কাজ করতাম, তখন হামেশাই আমায় কোট পরতে হত। একদিন এই কালো কোটটা পরে শট দিয়ে এসে মেক আপ রুমে বসেছি। ড্রেসার নিমাই কাকা এসে বললেন, 'জানো তুমি আজ কার কোট পরে শ্যুটিং করেছ?' আমি 'না' বলাতে, উনি বললেন 'এটা বড়বাবুর জিনিষ। তোমায় পরালাম।' আমি বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম 'বড়বাবু কে?' মুচকি হেসে কাকা জানালেন, উত্তমকুমার! আমার সারা শরীরে কেমন ঘাম হতে লাগল। শিহরণ হল। এ তো সাংঘাতিক পাওয়া। অনেকবার বলেছিলাম, আমায় দিয়ে দাও, বাড়ি নিয়ে যাই। সে আর হয়নি। গুরু আমাদের সঙ্গেই আছেন এবং থাকবেন, যতদিন সিনেমা থাকবে। আর একটা কথা-প্রতি বছরের মত আজ আমার 'নায়ক' দেখার দিন।'


লম্বা পোস্টের নিচে কিংবদন্তির কালো কোট পরা পুরনো ছবিটিও জুড়ে দিলেন ভাস্বর। অভিনেতার সেই ছবির কমেন্টে নেটাগরিকরা ওস্কালেন পুরনো ধারাবাহিক 'জন্মভূমি'-র স্মৃতিও। সেই কোট পাওয়া হয়নি ভাস্বরের। তবে কাকতালীয়ভাবে উত্তমকুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে পরে বিয়ে হয়েছিল ভাস্বরের।


ক্যাপশানে ভাস্বর খোলসা করলেন আরও এক তথ্য। উত্তমকুমারের প্রত্যেক মৃত্যুবার্ষিকীতে নাকি সত্যজিৎ রায় পরিচালিত 'নায়ক' ছবিটি দেখেন ভাস্বর। এভাবেই শ্রদ্ধা জানান, শিক্ষা নেন মহানায়কের থেকে। তাঁর কথায়, 'গুরু আমাদের সঙ্গেই আছেন এবং থাকবেন, যতদিন সিনেমা থাকবে'


">