কলকাতা: সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) ও রাফিয়াত রাশিদ মিথিলার (Rafiath Rashid Mithila) পরিবারে নয়া সদস্যের আগমন। যার ফলে 'গোটা জীবন বদলে' গেল তাঁদের, নিজেই এমনটা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পরিচালক। তবে নতুন সদস্য মানেই হঠাৎ মনে হতে পারে সন্তান এল তাঁদের কোলে। তা নয়। নয়া পোষ্য নিয়ে এসেছেন সৃজিত। সেও পুঁচকেই, কিন্তু সে মানব শিশু নয়, পাইথন (Python) শিশু! হ্যাঁ। নাম রেখেছেন উলুপি (Ulupi)।
সৃজিতের বাড়িতে নয়া অতিথি, নাম রাখলেন উলুপি
সোশ্যাল মিডিয়ায় একটা এক বাক্যের পোস্ট করেন সৃজিত মুখোপাধ্যায়, 'বাড়িতে স্বাগত উলুপি, আমাদের জীবন চিরকালের জন্য বদলে গেল'। ব্যাস। কে এই উলুপি, কেনই বা বদলে গেল পরিচালকের জীবন? ভাবতে বসেন তাঁর অনুরাগীরা। অনেকেই ভেবে বসেন, ফের বাবা হয়েছেন পরিচালক। হয়তো কোলে এসেছে নবজাতক। কিন্তু তা নয়। তাহলে? তাঁর পোস্টেই এক পরিচিত কমেন্ট করে ছবি দেখতে চাইলেন উলুপির। তাতে মজা করে পরিচালকের উত্তর, 'বাচ্চাদের ছবি দেওয়া ঠিক না। আরও একটু বড় হোক, দেবো।' তবে সেই সঙ্গে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন পরিচালককে। টলিউড ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সাপ বরাবরই পছন্দের তালিকায় ছিল সৃজিতের। অনেকদিনই একটি পোষ্যও আনতে চাইছিলেন। অবশেষে সেই ইচ্ছা তাঁর পূরণ হয়েছে। বাড়িতে এসেছে পাইথন।
শুক্রবার সন্ধ্যার দিকে নিজেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আরও একটি পোস্ট করেন তিনি। জানান যে অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন উলুপির আগমনের পর, অনেকেই যে ভেবেছেন তাঁর সন্তান হয়েছে, সেই কথাও উল্লেখ করেছেন। তিনি লেখেন, 'আপনাদের সকলের ভালবাসার জন্য উলুপি সকলকে ধন্যবাদ জানাচ্ছে, এমনকী তাঁদেরও যাঁরা মানব শিশু ভেবে শুভেচ্ছা ভালবাসা পাঠিয়েছেন। তবে না, সে মানব শিশু নয়। সে আফ্রিকান বল পাইথন যে এসেছে কেরল থেকে - বিদেশ থেকে আসা প্রজাতি, সম্পূর্ণ আইনিভাবে আনা হয়েছে এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সমেত।' মজা করে একজনকে কমেন্টে উত্তর দিয়েছেন পরিচালক যে পোষ্যের নাকি 'মুষিকাপ্রাশন' অনুষ্ঠান করা হবে।
আপাতত নিজের আগামী কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন পরিচালক। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সক্রিয় থাকেন সৃজিত। পরিচালক 'হ্যারি পটার' সিরিজের ভক্ত এবং তাঁর ঘনিষ্ঠ মহলের অনেকের মতে তিনি 'স্লিদারিন'-এর ফ্যান। তাই কি সাপ পোষার শখ? আপাতত তাঁর বন্ধুবান্ধব ও ঘনিষ্ঠরা অপেক্ষায় উলুপির প্রথম ঝলক দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।