নয়াদিল্লি: মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত 'শেরদিল: দ্য পিলিভিট সাগা'র (Sherdil: The Pilibhit Saga) ট্রেলার। বাঙালি পরিচালকের পরিচালনায় পর্দা কাঁপাবেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi), নীরজ কাবি (Neeraj Kabi), সায়নী গুপ্ত (Sayani Gupta)। সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবির ট্রেলার (trailer) প্রকাশ্যে আসতেই বেশ নজর কেড়েছে।


ছবির গল্প এক ঝলকে


নগরায়ণ, মানুষ-প্রাণী বিবাদ এবং দারিদ্রের বিরূপ প্রভাব সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ গল্প নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্যায় যা বনাঞ্চলে বসবাসকারী একটি গ্রামের একটি উদ্ভট রীতির কথা তুল ধরবে।


ট্রেলারে দেখা গঙ্গরামের গল্প। এই চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি। গঙ্গারাম তাঁর গ্রামের কুখ্যাত নিয়ম মেনে নেয় এবং গ্রামের পরিবারগুলি যাতে সরকারি প্রকল্পের অর্থ থেকে উপকৃত হয় সেই কারণে নিজের জীবন ত্যাগ করতে রাজি হয়ে যায়। কীভাবে প্রাণ ত্যাগ করবে সে? বাঘের আক্রমণের শিকার হয়ে। নিজের পরিবারকে সে বোঝায় যে বাঘের সামনে শিকার হয়ে সে আত্মহূতি দেবে। 


 



এবার সে জঙ্গলের পথে পা বাড়ায়। সেখানে মৃত্যুর জন্য অপেক্ষা করতে করতে তাঁর দেখা হয় জিমের সঙ্গে। পেশায় সে চোরাশিকারি। এই চরিত্রে দেখা যাবে নীরজ কাবি। এরপর তাদের জীবনে একাধিক অপ্রত্যাশিত ও অদ্ভুত জিনিস ঘটতে থাকে।


পরিচালকের কথায়...


ছবি প্রসঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেন, 'বহু বছর ধরে "শেরদিল: দ্য পিলিভিট সাগা" আমার স্বপ্নের প্রজেক্ট হয়ে রয়েছে। আমি ২০১৭ সালে বাস্তব জীবনের ঘটনাগুলি পড়ার পরে, সঙ্গে সঙ্গে গল্পটি লিখেছিলাম এবং রেজিস্টার করিয়ে রেখেছিলাম এবং এটি বহুদিন ধরে ছবিটি তৈরি করতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত ৫ বছর পর স্বপ্ন পূরণ হচ্ছে। আপনাদের জন্য বড়পর্দায় নিয়ে আসতে চলেছি গঙ্গারামকে।'


ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ২৪ জুন। 


আরও পড়ুন: Milind Gaba India Tour: 'কে কে আমার অনুপ্রেরণা', কলকাতা এসে বললেন গায়ক মিলিন্দ গাবা


এই ছবিতে গান লিখেছেন গুলজার। তাঁর রচনায় কণ্ঠ দিয়েছেন সদ্য প্রয়াত কে কে। সেই রেকর্ডিংয়েরও ভিডিও পোস্ট করেন সৃজিত মুখোপাধ্যায়।