কলকাতা: সৃজিত মুখোপাধ্যায় নাকি ফ্লোরে খুব কড়া পরিচালক! কিন্তু যখন ফেলুদার শ্যুটিং চলে, তখন নাকি তিনি হাসিমুখেই মেনে নেন শ্যুটিংয়ের সমস্ত ঝুটঝামেলা। এই কথা টিম 'দার্জিলিং জমজমাট' জানিয়েছিল আগেই। জুন মাসে 'হইচই'-এর প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে 'ফেলুদার গোয়েন্দাগিরি'। এবিপি লাইভকে সাক্ষাৎকার দিতে বসে প্রথম প্রশ্নের উত্তরেই পরিচালক স্বীকার করে নিলেন, 'আমি এতদিন পর্যন্ত যা যা কাজ করেছি তা একদিকে আর অন্যদিকে ফেলুদা।'


সৃজিতের ফেলুদা


টলিউড থেকে শুরু করে বলিউড, সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ব্যস্ত পরিচালক। তবে ফেলুদার ছবির শ্যুটিং করার সময় নাকি সবচেয়ে খুশি থাকেন তিনি। এবিপি লাইভকে পরিচালক বলছেন, 'ফেলুদার শ্যুটিং করার সময় কোনও নেতিবাচক মানসিকতা আমায় স্পর্শ করে না। সে শ্যুটিং হোক বা সোশ্যাল মিডিয়া। কারণ ফেলুদার শ্যুটিং করার সময় আমার পাশে সেই ১০ বছরের ছেলেটা বসে থাকে যে ভবানীপুরের বইয়ের দোকান থেকে পাতলা পাতলা বইগুলো কিনে আনত। নতুন বইয়ের গন্ধের সঙ্গে মিশে থাকত ফেলুদার অ্যাডভেঞ্চারের গন্ধ, তার বাবার স্মৃতি। সেইসব স্মৃতি যেন তাকে বর্মের মতো আগলে রাখে সমস্ত খারাপ কিছুর থেকে। সব মিলিয়ে ফেলুদার শ্যুটিং এক্কেবারে অন্যরকম অভিজ্ঞতা, অতুলনীয়। তখন মনে হয় পৃথিবীতে আর কিছু নেই, কেবল ফেলুদাই সত্য।'


আরও পড়ুন: গিটারের সঙ্গে বাড়িতে এল বেত! জিৎ গঙ্গোপাধ্যায়ের গান অজান্তেই রেকর্ড করে রাখতেন মা


'ছিন্নমস্তার অভিশাপ' তারপর 'দার্জিলিং জমজমাট', পুরনো কাজ নতুন সিরিজের আত্মবিশ্বাসের জায়গাটা কতটা শক্ত করল? সৃজিত বললেন, 'এই ত্রয়ী যে অসীম অপার ভালোবাসা পেয়েছে সেটা অবশ্যই আমাদের অনেক সাহস জুগিয়েছে। আর যা যা সমালোচনা পেয়েছি, সেগুলো কার্যত খাতায় নোট করে নিয়ে গিয়েছিলাম আমরা। আর এই তিনজন আরও অনেক মজবুত হয়ে ফিরে এসেছে 'দার্জিলিং জমজমাট' নিয়ে।'


আর পরিচালক হিসেবে কী কী সমালোচনা সহ্য করতে হয়েছে পরিচালককে? সৃজিত বলছেন, 'সহ্য নয়, যে সমালোচনার সঙ্গে আমি একমত হই সেখান থেকে শিখি, সেই ভুলগুলো যাতে আর না হয় সেই চেষ্টা করি। যার সঙ্গে একমত হই না সেগুলোও শুনি। কিন্তু যে সমালোচনাগুলো ব্যক্তিগত আক্রমণ করার জন্য করা হয়, সেগুলোকে আমি বর্জন করি।'