নয়াদিল্লি: বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সোনার দামেও (Gold Prices) পতন। আন্তর্জাতিক বাজারে ধস নেমেছিল আগেই। বছরের শেষ দিনে ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জেও (Multi Commodity Exchange/MCX) সোনার দাম ৫০ হাজারের নীচে নেমে আসে। বিগত ৬ বছরে এই প্রথম এত নীচে নামল সোনার দাম। তবে এর ফলে গ্রাহকরাই লাভবান হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সোনা কেনার এটাই আদর্শ সময়।
শুক্রবার এমসিএক্স-এ সোনার দাম ১৯৮ টাকা বৃদ্ধি পায়। তাতে বাজার বন্ধের সময় প্রতি ১০ গ্রাম সোনার দাম ঠেকে ৪৮ হাজার ৮৩ টাকায়। কিন্তু তাতেও ধস ঠেকানো সম্ভব নয় বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, বিগত ছ'বছরের তুলনায় শেয়ার বাজারে ৪ শতাংশ বেশি ধস নিয়ে ২০২১ শেষ করল সোনা।
এখনও পর্যন্ত সর্বোচ্চ প্রতি ১০ গ্রামে সোনার দাম উঠেছিল ৫৬ হাজার ২০০ টাকা। ২০২২-এর প্রথম দিন তার থেকে ৮ হাজার টাকা কম রয়েছে সোনার দাম। ফলে এটাই সোনা কেনার আদর্শ সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: Cars Price Hike: নতুন বছরে দামি হল গাড়ি, কোন-কোন কার কিনতে বেশি খরচ ?
আন্তর্জাতিক বাজারে ধস নামাতেই দেশে সোনার দামে পতন বলে মনে করা হচ্ছে। ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক বাজারে সোনার দাম ছিল প্রতি আউন্সে ১৮০০ মার্কিন ডলার। শনিবার বাজার খোলার পর তা ০.৪ শতাংশ কমে ১৭৯৬.৪৭ ডলার হয়েছে। আন্তর্জাতিক বাজারে ২০২১ সালে সোনার দাম ৫ শতাংশ পড়েছে।
সোনার পাশাপাশি রূপোর দামেও পতন দেখা গিয়েছে। এ দিন আন্তর্জাতিক বাজারে রূপোর দাম আউন্স প্রতি ২২.৬২ ডলার। প্ল্যাটিনবামের দাম রয়েছে ৯৬১.৩৫ ডলার। প্যালাডিয়ামও ১,৯৬০.৩১ ডলারে নেমে এসেছে।
স্বল্পমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রেও এটাই আদর্শ সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, সোনার দাম ৪৭-৪৮ হাজারের ঘরে থাকতেই কিনে ফেলা উচিত। ডলার প্রতি টাকার দামে পরিবর্তনের সঙ্গে সঙ্গে, শীঘ্রই তা ৪৯ হাজার পেরিয়ে যেতে পারে।