কলকাতা: মাত্র মাস কয়েকেট ব্যবধান। ফের টলিপাড়ায় ফিরল অচলাবস্থার ছবি। পরিচালক-টেকনিসিয়ান সংঘাতে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থা আজও অব্যাহত। পরিচালক সৃজিত রায়ের সেটে এখনও কাজ বন্ধ। অসমাপ্ত অবস্থাতেই পড়ে রয়েছে সিরিয়ালের সেট। গতকাল বিরোধ সরিয়ে রেখে টেকনিসিয়ানদের কাজে ফেরার জন্য আর্জি জানিয়েছিলেন পরিচালকদের একটা বড় অংশ।কিন্তু তারপরেও টেকনিসিয়ানদের তরফে এখনও সে অর্থে কোনও সাড়া দেখা যায়নি। এরপর পরিচালকরা কোন পথে এগোন, সেটাই দেখার। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার অধীনস্থ আর্টস সেটিং গিল্ডের বক্তব্য জানা যায়নি। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস তাঁদের কোনও অবস্থান জানান কিনা, এখন সেটাই দেখার।
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগেই। সোশ্যাল মিডিয়ায় এসে ধারাবাহিকের পরিচালক সৃজিত রায় জানিয়েছিলেন, তাঁর ধারাবাহিকের শ্যুটিং বন্ধ রয়েছে। সেট অর্ধেক তৈরি করে চলে গিয়েছেন টেকনিশিয়ানরা। এমনকি সেটের কিছু অংশ ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এরপরে সেটে আসেন অনির্বাণ ভট্টাচার্য্য, পরমব্রত চট্টোপাধ্যায় সুদেষ্ণা রায় সহ ডিরেক্টর্স গিল্ডের একাধিক সদস্যরা। পরমব্রতর কথায়, 'তবে পারে সৃজিতের কোনও অন্যায় হয়েছে। সেটা অন্যায় বা অন্যায় নয়, সেই তর্ক বাদই দিলাম। কিন্তু একজন পরিচালকের কাজ বন্ধ করার আগে তাঁকে তো অন্তত একটা শো-কজ চিঠি পাঠানো উচিত। সেটা তো সে ডিজার্ভ করে।' ডিরেক্টর্স গিল্ডের তরফ থেকে বারে বারেই বলা হয়েছে, কোনও শিল্পীকে ব্ল্যাকলিস্টেড করার বিরোধী তাঁরা।
কয়েকমাস আগে এই টলিউডেই ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ফেডারেশনের অনুমতি ছাড়াই বাংলাদেশে শ্যুটিং করে এসেছিলেন। এই জটের ফলে কার্যত স্তদ্ধ হয়ে যায় টলিপাড়ার শ্যুটিং। শেষমেষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মিটেছিল এই সমস্যা। তবে সেই সময়ে দেব, প্রসেনজিৎ ও অন্যান্য় সদস্যদের একাধিকবার বৈঠকেও কাটেনি জট। বেশ কয়েকদিন ধরে বন্ধ ছিল গোটা টলিপাড়ার শ্যুটিং। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ফের শ্যুটিং শুরু হয়। তবে সেই সময়েই মুখ্যমন্ত্রী বলেছিলেন, কোনও শিল্পীর সঙ্গে অসহযোগীতা বা কোনও শিল্পীর কাজ বন্ধ করা যাবে না। কোনও সমস্যা হলে আলোচনার মাধ্যমে তার সমাধান করে নিতে হবে। তবে তারপরেও টলিপাড়ায় বন্ধ ধারাবাহিকের শ্যুটিং। আজ থেকে শ্যুটিং বন্ধ হওয়ার কানাঘুষো শোনা যাচ্ছে আরও ধারাবাহিকেরও। এখন এই সমস্যা কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।
আরও পড়ুন: Koi... Mil Gaya: ভারি মাস্ক পরে কঠিন অভিনয়, আড়ালেই রয়ে গেলেন 'কোই মিল গ্যায়া' যাদু