মন্নতে জন্মাষ্টমীতে দহি-হান্ডি প্রথা পালনের পর অনুরাগীদের শুভেচ্ছা শাহরুখের, সঙ্গে ছেলে আবরাম, স্ত্রী গৌরি
সমস্ত ছবি সৌজন্যে মানব মঙ্গলানি।
মন্নতের বারান্দায় ছেলে আবরাম ও স্ত্রী গৌরির সঙ্গে শাহরুখ।
দেখুন আরও কয়েকটি ছবি
দহি-হান্ডি প্রথা পালনের পর মায়ের সঙ্গে আবরাম।
অনুরাগীদের উদ্দেশে হাত নাড়তে ও নমস্কার জানাতে দেখা গেল শাহরুখকে।
মন্নতের বারান্দা থেকে অনুরাগীদের শুভেচ্ছা শাহরুখ-আবরামের।
অনুরাগীদের শুভেচ্ছা জানাচ্ছেন শাহরুখ,আবরাম ও গৌরি।
দেখুন আরও কয়েকটি ছবি।
অনুরাগীদের শুভেচ্ছা জানাচ্ছেন শাহরুখ ও আবরাম।
গোলাপি ও ধূসর রঙের টি শার্ট ও প্যান্ডে খুব মিষ্টি দেখিয়েছে আবরামকে। পাশেই দাঁড়িয়েছিলেন শাহরুখ-পত্নী গৌরি।
এরপর মন্নতের বাইরে সমবেত অনুরাগীদের শুভেচ্ছা জানাতে সপরিবারে এলেন শাহরুখ।
দেখুন, সেই দৃশ্য।
এভাবেই মন্নতে জন্মাষ্টমীতে দহি-হান্ডি প্রথা পালন করলেন শাহরুখ।
এসআরকে দহি-হান্ডি ধরছেন।
আসলে দহি-হান্ডির নাগাল পেতে বাবার অপেক্ষায় ছিল সে। অবশেষে বাবা আসতেই...
শেষপর্যন্ত অবশ্য নাগাল পেল সে।
ছোট্ট আবরামের চোখ তার ওপরে থাকা দহি-হান্ডির দিকে।
মন্নতে আবরামে দহি-হান্ডির নাগাল পাওয়ার চেষ্টার এই ছবি কিন্তু খুবই সুন্দর।
দেশজুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী। সারা দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে দহি-হান্ডি প্রথা। দই ও মাখন ভরা এই হাঁড়ি বাঁধা হয় মাটির অনেকটা ওপরে। জন্মাষ্টমীতে এই প্রথা পালিত হল শাহরুখের মন্নতেও। শাহরুখ খান এবং তাঁর পাঁচ বছরের ছেলে আবরাম ব্যালকনি থেকে অনুরাগীদের শুভেচ্ছাও জানালেন। বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ উত্সবে শাহরুখ এভাবে অনুরাগীদের শুভেচ্ছা জানান।