দিওয়ালি পার্টিতে কভি খুশি কভি গম-এর 'বলে চুড়িয়া'র তালে নাচলেন শাহরুখ-রণবীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Oct 2017 03:22 PM (IST)
মুম্বই: বলিউডে গত এক সপ্তাহ ধরেই চলছে দিওয়ালি পার্টি। বিভিন্ন তারকারা এই দিওয়ালি পার্টিগুলোর আয়োজন করছেন। প্রতিরাতেই বসছে চাঁদের হাট। সেই তারকাখচিত রাতের নানা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যাচ্ছে। এমনি এক পার্টিতে 'কভি খুশি কভি গমে'র বলে চুড়িয়ার তালে নাচতে দেখা গেল শাহরুখ খান-রণবীর কপূরকে। দেখুন 'বলে চুড়িয়া'র তালে শাহরুখ-রণবীরকে নাচতে